হোম > বিশ্ব > ভারত

অল্পের জন্য বেঁচে গেলেন দেব

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গের টালিউড অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের এমপি দীপক অধিকারীকে সবাই দেব নামেই বেশি চেনে। আজ শুক্রবার একটি হেলিকপ্টার দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন তিনি। 

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ঘাটাল এলাকা থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের এমপি দীপক অধিকারী দেবকে বহন করা একটি হেলিকপ্টারে আগুন ধরে যায়। মালদা হেলিপ্যাড থেকে উড্ডয়নের পরপরই আগুন ধরে গেলে পাইলট হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করেন। 

এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দেব অক্ষত ছিলেন। মালদা থেকে তিনি মূলত একটি নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য রানীনগরে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তিনি সড়কপথে গন্তব্যের উদ্দেশে রওনা হন। 

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি ফোনে দেবের খোঁজখবর নিয়েছেন। 

দুর্ঘটনার বিষয়ে দেব বলেন, ‘এটা স্বাভাবিক, কিছুটা ট্রমায় আছি। এই অশান্তি, ধোঁয়া ও গন্ধ আমার ওপর মানসিক প্রভাব ফেলেছে। আমি মুখ্যমন্ত্রীকে ফোন করে বলেছি, আমি হেলিকপ্টার নিতে চাই না। এর পরিবর্তে আমার কাছে যাওয়ার জন্য রাস্তাই পছন্দ। মুর্শিদাবাদ জেলার রানীনগরে পরবর্তী সভা অনুষ্ঠিত হচ্ছে।’ 

মালদা (উত্তর) লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জির নির্বাচনী প্রচারে যোগ দিতেই রানীনগরে যাচ্ছিলেন দেব। তিনি বলেন, ‘মানুষের ভালোবাসা এবং আশীর্বাদে আমি বেঁচে গেছি। আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। এখন ভালো আছি।’ 

মালদা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, প্রযুক্তিগত ত্রুটির কারণেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন