হোম > বিশ্ব > ভারত

অল্পের জন্য বেঁচে গেলেন দেব

পশ্চিমবঙ্গের টালিউড অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের এমপি দীপক অধিকারীকে সবাই দেব নামেই বেশি চেনে। আজ শুক্রবার একটি হেলিকপ্টার দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন তিনি। 

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ঘাটাল এলাকা থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের এমপি দীপক অধিকারী দেবকে বহন করা একটি হেলিকপ্টারে আগুন ধরে যায়। মালদা হেলিপ্যাড থেকে উড্ডয়নের পরপরই আগুন ধরে গেলে পাইলট হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করেন। 

এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দেব অক্ষত ছিলেন। মালদা থেকে তিনি মূলত একটি নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য রানীনগরে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তিনি সড়কপথে গন্তব্যের উদ্দেশে রওনা হন। 

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি ফোনে দেবের খোঁজখবর নিয়েছেন। 

দুর্ঘটনার বিষয়ে দেব বলেন, ‘এটা স্বাভাবিক, কিছুটা ট্রমায় আছি। এই অশান্তি, ধোঁয়া ও গন্ধ আমার ওপর মানসিক প্রভাব ফেলেছে। আমি মুখ্যমন্ত্রীকে ফোন করে বলেছি, আমি হেলিকপ্টার নিতে চাই না। এর পরিবর্তে আমার কাছে যাওয়ার জন্য রাস্তাই পছন্দ। মুর্শিদাবাদ জেলার রানীনগরে পরবর্তী সভা অনুষ্ঠিত হচ্ছে।’ 

মালদা (উত্তর) লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জির নির্বাচনী প্রচারে যোগ দিতেই রানীনগরে যাচ্ছিলেন দেব। তিনি বলেন, ‘মানুষের ভালোবাসা এবং আশীর্বাদে আমি বেঁচে গেছি। আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। এখন ভালো আছি।’ 

মালদা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, প্রযুক্তিগত ত্রুটির কারণেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

নতুন ভিসা নীতি, ফিকে হচ্ছে ভারতীয়দের ‘আমেরিকান ড্রিম’

ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, দাবি ইউক্রেনের

পশ্চিমবঙ্গে ওয়াক্ফ আইন সংশোধনীর বিরুদ্ধে সহিংস বিক্ষোভ, নিহত ৩

পশ্চিমবঙ্গে সংশোধিত ওয়াক্ফ আইন কার্যকর করা হবে না: মমতা

ভারত ও নেপালে দুই দিনে বজ্রপাতে ৬৯ জনের মৃত্যু

কঙ্গনা রনৌত বিদ্যুৎ বিল দেন না, হিমাচলের মন্ত্রীর অভিযোগ

প্রতিপক্ষকে ফাঁসাতে ধর্ষণের গল্প, অস্ত্রোপচার করে শরীরে গুলি প্রবেশ করান নারী

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

দিল্লিতে বাংলাদেশি পাঁচ ট্রান্সজেন্ডার গ্রেপ্তার: কী বলছে পুলিশ

চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু মোদিজির কোনো কলঙ্ক নেই: কঙ্গনা রনৌত