Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

ধ্রুব রাঠির ভিডিওর পর ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছি: আপ এমপি স্বাতি মালিওয়াল

ধ্রুব রাঠির ভিডিওর পর ধর্ষণ ও হত্যার হুমকি পাচ্ছি: আপ এমপি স্বাতি মালিওয়াল

রাজ্যসভায় আম আদমি পার্টির (এএপি) সদস্য স্বাতি মালিওয়াল ধর্ষণ এবং হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। নিজ দলের নেতা–কর্মীরা তাঁর ‘চরিত্রহননের’ লক্ষ্যে অপপ্রচার চালানোর পর থেকেই হুমকি দেওয়া হচ্ছে বলে তাঁর অভিযোগ।

আজ রোববার এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এক পোস্টে স্বাতি এমন অভিযোগ করেন। 

ওই পোস্টে স্বাতি মালিওয়াল বলেছেন, ‘ইউটিউবার ধ্রুব রাঠি তাঁর বিরুদ্ধে একটি পক্ষপাতদুষ্ট ভিডিও পোস্ট করার পর থেকে হুমকি দেওয়ার মাত্রা ছাড়িয়ে গেছে।’ 

আপ সংসদ বিভব কুমারের বিরুদ্ধে তাঁকে শারীরিকভাবে নির্যাতন ও হেনস্থার অভিযোগ করেছেন দিল্লি মহিলা কমিশনের সাবেক প্রধান স্বাতি। তাঁর অভিযোগ, বিভব তাঁকে সাত থেকে আটবার চড় মেরেছিলেন, বুকে, পেট এবং কোমরে লাথি মেরেছিলেন। পরে কেজরিওয়ালের সরকারি বাসভবনে তাঁর সাথে দেখা করতে গেলে তাঁকে হত্যার হুমকি দিয়েছিলেন বিভব। এ ঘটনায় করা মামলায় গত শনিবার রাজীব কুমারকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে। ২৮ মে পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে থাকবেন তিনি।

তবে আপের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে, মালিওয়ালকে ব্ল্যাকমেল করছে বিজেপি। 

স্বাতির অভিযোগ, দলীয় নেতৃত্ব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সহযোগী বিভব কুমারের বিরুদ্ধে তাঁর অভিযোগ প্রত্যাহারের জন্য তাকে ভয় দেখানোর চেষ্টা করছে।

তিনি বলেন, ‘আমার দলের নেতা–কর্মীরা আমার চরিত্রহনন, আমাকে অপদস্থ এবং উসকানিমূলক বক্তব্য ছড়ানোর পর থেকে আমি ধর্ষণ এবং হত্যার হুমকি পাচ্ছি। ইউটিউবার ধ্রুব রাঠি আমার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট ভিডিও বানানোর পর থেকে এটি আরও বেড়েছে।’ 

অভিযোগ প্রত্যাহারের জন্য দলীয় নেতারা তাঁকে ভয় দেখানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন স্বাতি মালিওয়াল। তিনি ধ্রুব রাঠির কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করে বলেছেন, তাঁর (রাঠি) সঙ্গে যোগাযোগ এবং নিজের মতামত তুলে ধরার জন্য কল এবং মেসেজ দিলেও তিনি সাড়া দেননি।

মালিওয়াল আরও বলেন, ‘এটি লজ্জাজনক যে, রাঠির মতো লোকেরা (যারা স্বাধীন সাংবাদিক বলে দাবি করেন) অন্য আম আদমি পার্টির মুখপাত্রদের মতোই আচরণ করতে পারে! এখন আমাকে যে পরিমাণে ঘৃণা ও অপরাধের অন্যায্য দায় সহ্য করতে হচ্ছে—তা অকল্পনীয়। আমি এখন চরম হুমকির মুখে রয়েছি।’ 

স্বাতি মালিওয়াল এক্স পোস্টে রাঠির কাছে জানতে চান, কেন তিনি উল্লেখ করতে ব্যর্থ হলেন যে আপ ঘটনাটি মেনে নেওয়ার পরে ইউটার্ন নিয়েছিল বা তাঁর এমএলসি (মেডিকোলিগাল কেস) রিপোর্ট সম্পর্কে কথা বলেছিলেন যা তাঁর আড়াই মিনিটের ভিডিওতে হামলার কারণে আঘাতের কথা বলে।

মালিওয়াল বলেন, আমার বিরুদ্ধে আড়াই মিনিটের ভিডিওতে যে তথ্যগুলো উনি উল্লেখ করতে ব্যর্থ হয়েছেন: ঘটনাটি ঘটেছে তা মেনে নেওয়ার পর দলটি তাদের অবস্থান থেকে ইউটার্ন নিয়েছে; এমএলসি রিপোর্ট যা হামলার কারণে আঘাতের বিষয়টি প্রকাশ করে; ভিডিওর নির্বাচিত অংশ প্রকাশ করা হয়েছিল এবং তারপরে অভিযুক্তের ফোন ফরম্যাট করা হয়েছিল? অভিযুক্তকে ক্রাইম সিন (সিএম হাউস) থেকে গ্রেপ্তার করা হয়েছিল। কেন তাঁকে ফের ঢুকতে দেওয়া হল? প্রমাণ লোপাটের জন্য? যে নারী সবসময় সঠিক ইস্যুর পক্ষে অবস্থান নিয়েছেন, এমনকি নিরাপত্তা ছাড়াই একা মণিপুরে গিয়েছেন, তাঁকে কীভাবে বিজেপি কিনে নিতে পারে?

মালিওয়াল আরও বলেন, ‘পুরো পার্টিযন্ত্র এবং নেতা–কর্মীরা যেভাবে আমাকে অপমানিত–অপদস্থ করার চেষ্টা করেছে তাতে ফুটে ওঠে নারীদের অধিকার বিষয়ে তাঁদের অবস্থান কোথায়। আমি দিল্লি পুলিশকে ধর্ষণ এবং মৃত্যুর হুমকির বিষয়ে অবগত করছি। আমি আশা করি, তাঁরা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’ 

তিনি আরও উল্লেখ করেন, ‘যেকোনো ক্ষেত্রে যদি আমার কিছু ঘটে, আমরা জানি কে এতে প্ররোচনা দিয়েছে।’ 

এদিকে, গত ১৩ মে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে মালিওয়ালের ওপর হামলার ঘটনায় বিভাব কুমারকে ১৮ মে গ্রেপ্তার করা হয়। কেজরিওয়ালের সাবেক পিএস বিভাব কুমার গতকাল শনিবার স্থানীয় আদালতে জামিন চেয়েছেন। আদালত দিল্লি পুলিশকে নোটিশ জারি করে জবাব চেয়েছে।

রাশিয়ার অস্ত্রের বাজার দখলের চেষ্টা করছে ভারত

ভারতীয় দীর্ঘ পথের ট্রেনযাত্রা নিয়ে ফরাসি ইউটিউবারের সতর্কবার্তা

আজকের দিনে তাজমহল তৈরি করতে খরচ কেমন হতো

হিন্দু বোর্ডে মুসলিম নেই, ওয়াক্ফ বোর্ডে হিন্দু কেন: সুপ্রিম কোর্ট

ভারতের মন্দিরে গোপনে তরুণীর পায়ের ছবি তুলে তোপের মুখে মধ্যবয়সী

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

উর্দু উদ্ভূত শব্দ ছাড়া হিন্দিতে কথোপকথনই সম্ভব নয়: ভারতের সুপ্রিম কোর্ট

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

পরকীয়া জেনে ফেলায় কিশোরী মেয়ের নগ্ন ভিডিও ধারণ, প্রেমিকসহ মা গ্রেপ্তার

বিমানবন্দরের রানওয়ে দিয়ে শোভাযাত্রা, ফ্লাইট বন্ধ কয়েক ঘণ্টা