হোম > বিশ্ব > ভারত

বন্ধুত্ব থাকলে পাকিস্তানকে আইএমএফের চেয়ে বেশি টাকা দিতাম: ভারতীয় মন্ত্রী

পাকিস্তানের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে নয়াদিল্লি ইসলামাবাদকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চেয়েও বেশি সহায়তা দিত। এমনটাই বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গতকাল রোববার জম্মু ও কাশ্মীরের বান্দিপুরা জেলায় একটি নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ কথা বলেন। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, রাজনাথ সিং ওই নির্বাচনী প্রচারণা সভায় কথা বলার সময় জম্মু ও কাশ্মীরের জন্য ২০১৪-১৫ সালে নরেন্দ্র মোদি ঘোষিত উন্নয়ন প্যাকেজের কথা উল্লেখ করেন। 

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ সময় বলেন, ‘জম্মু ও কাশ্মীরের উন্নয়নে ২০১৪–১৫ সালে বিশেষ প্যাকেজ ঘোষণা করেন মোদিজি। যা এখন ৯০ হাজার কোটি রুপিতে পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে পাকিস্তান যে অর্থ চেয়েছে, এটা তার চেয়ে অনেক বেশি।’ 

এ সময় ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির একটি মন্তব্যের কথা স্মরণ করিয়ে দেন বিজেপির অন্যতম শীর্ষ এই নেতা। অটল বিহারি বাজপেয়ি বলেছিলেন, ‘আমরা বন্ধু বদলাতে পারি, কিন্তু প্রতিবেশী বদলাতে পারি না।’ 

রাজনাথ সিং বলেন, ‘আমার পাকিস্তানি বন্ধুরা, আমি আপনাদের বলছি। সম্পর্কের টানাপোড়েন কেন? আমরা তো প্রতিবেশী। সুসম্পর্ক থাকলে আমরা আইএমএফের চেয়ে বেশি টাকা দিতাম আপনাদের।’ ভারত কাশ্মীরের উন্নয়নে অর্থ দিলেও পাকিস্তান ভুল পথে দিচ্ছে বলেও দাবি করেন রাজনাথ।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি