Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

কলকাতায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেপ্তার

কলকাতা প্রতিনিধি

কলকাতায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেপ্তার

এক ভারতীয় নারীকে ধর্ষণের অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তবে ঘটনার পেছনে যৌনকর্মীর সঙ্গে লেনদেন নিয়ে ঝগড়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। একটি হোটেলে নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিন জন সম্পর্কে ভাই। গতকাল বুধবার রাতে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার এক নারী পার্ক স্ট্রিট থানায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ করেন। সে রাতেই পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন—রাসেল শেখ, মোহাম্মদ কাউসার চৌধুরী এবং মোহাম্মদ আব্দুল আলী মিজান। তাঁরা এক আত্মীয়ের চিকিৎসার জন্য এসেছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে কলকাতা পুলিশের সেন্ট্রাল এলাকার ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার রূপেশ কুমার জানিয়েছেন, হোটেলটির ম্যানেজারকেও আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কলকাতার নিউ মার্কেটের ওই হোটেলটির সিসিটিভি ফুটেজ এবং গ্রেপ্তার তিন জনের হোটেলে জমা দেওয়া নথিপত্রও পরীক্ষা করছে পুলিশ। সেই নারীরও মেডিকেল টেস্ট করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলতে নারাজ পুলিশ কর্মকর্তারা।

রূপেশ কুমার সাংবাদিকদের জানিয়েছেন, কলকাতা পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ধর্ষণের শিকার নারী একজন যৌনকর্মী। টাকা নিয়ে গোলমালের জেরেই তিনি থানায় অভিযোগ করেছেন। তবে ঘটনার সত্যতা যাই হোক না কেন, ভারতীয় নারীকে বাংলাদেশি নাগরিকেরা ধর্ষণ করেছে—এমন অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুলিশের গোয়েন্দা শাখা এই ঘটনার জেরে যাতে খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে বলে জানা গেছে।

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি

কী আছে সিন্ধু লিপিতে, অর্থ উদ্ধারে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু