হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে বিজেপি নেতাকে নিজ অফিসে গুলি করে হত্যা 

অনলাইন ডেস্ক

ভারতের দিল্লিতে বিজেপি নেতা সুরেন্দ্র মতিয়ালাকে তাঁর অফিসে দুই দুর্বৃত্ত গুলি করে হত্যা করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দিল্লি পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতিয়ালা দিল্লির দারকায় নিজ অফিসে ভাতিজার সঙ্গে টিভি দেখছিলেন। এ সময় দুজন কাপড়ে মুখ ঢাকা দুই ব্যক্তি অফিসে ঢুকে মতিয়ালাকে মারধর শুরু করে। একপর্যায়ে কাছ থেকে তাঁকে ৪–৫ রাউন্ড গুলি করে পালায়। দুই ঘাতককে এখনো চিহ্নিত করা যায়নি।

পুলিশ আরও জানিয়েছে, হামলাকারী মোট ৩ জন ছিল, যার মধ্য দুজন অফিসে ঢুকে মতিয়ালাকে হত্যা করে। আর অপরজন বাইরে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিল। হত্যার পর তাঁরা তিনজনই ওই মোটরসাইকেলে চেপে পালান।

মতিয়ালার ছেলে এনডিটিভিকে বলেছেন, ‘আমার বাবার কারো সঙ্গে শত্রুতা ছিল না। আশা করছি পুলিশ দ্রুত ঘাতকদের চিহ্নিত ও আটক করবে।’

এদিকে মতিয়ালার পরিবার এ ঘটনায় জড়িত সন্দেহভাজন কারও নাম পুলিশকে জানায়নি। তবে নাটকীয় এ খুন ব্যক্তিগত বিরোধের জেরে হতে পারে বলে ধারণা করছে দিল্লি পুলিশ। বিভিন্ন সূত্রে জানা গেছে, কিছু ব্যক্তির সঙ্গে জায়গা–জমি নিয়ে বিরোধ ছিল মতিয়ালার, এটিকেই সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

দারকা পুলিশের ডেপুটি কমিশনার হর্শবর্ধন বলেছেন, ‘দিল্লি পুলিশের পাঁচটি অভিযানকারী দল ওই তিন ঘাতককে ধরতে মাঠে নেমেছে। তা ছাড়া ঘটনার আরও সূক্ষ বিশ্লেষণের জন্য ওই এলাকার সিসিটিভি ফুটে সংগ্রহ করা হয়েছে।

কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-হত্যায় সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশে যেন বিনা মেঘে বজ্রপাতের মুখে পড়েছে আদানি পাওয়ার

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলছে পুলিশ, প্রমাণ নেই বলছেন আইনজীবী

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

সেকশন