হোম > বিশ্ব > ভারত

ঝাড়খণ্ডের জেলাগুলোকে ‘বাংলাদেশে’ পরিণত করছে রাজ্য সরকার: বিজেপি মন্ত্রী

অনলাইন ডেস্ক

গিরিরাজ সিং। ছবি: পিটিআই

ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং বলেছেন, ঝাড়খণ্ডে ক্ষমতাসীন জনমুক্তি মোর্চা (জিএমএম) ও কংগ্রেসের জোট সরকার রাজ্যের কতিপয় জেলাকে বাংলাদেশ এবং রাজ্যের রাজধানী রাঁচিতে পাকিস্তানের শহর করাচিতে পরিণত করার চেষ্টা করছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের এক দিন আগে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ গিরিরাজ সিংয়ের এই মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। গতকাল মঙ্গলবার গিরিরাজ সিং বলেছেন, ‘হেমন্ত সরেনের নেতৃত্বে জোট সরকার রাঁচিকে করাচি এবং দুমকা, সাহেবগঞ্জ ও দেওঘরকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছে।’

বিহারের রাজধানীর পাটনা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় গিরিরাজ সিং আরও বলেন, ‘বোরকা পরিহিতা নারীদের ভোট দেওয়ার আগে তাদের পরিচয় যাচাই করা উচিত।’ গিরিরাজ সিং বলেন, ‘বোরকা পরা নারীদের পরিচয় যাচাই করা উচিত। নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এটা জরুরি।’

এ সময় ভারতের কেন্দ্রীয় টেক্সটাইল মন্ত্রী গিরিরাজ সিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে উদ্দেশ করে বলেন, ‘সমাজে ঘৃণা ছড়ানো এবং ভোটারদের সাম্প্রদায়িকভাবে বিভক্ত করার চেষ্টা করছে কংগ্রেস।’

গিরিরাজ সিং বলেন, ‘হেমন্ত সরেন এবং কংগ্রেস মিলে রাঁচিকে করাচিতে পরিণত করার চেষ্টা করছে। দুমকা, সাহেবগঞ্জ এবং দেওঘরকে বাংলাদেশে পরিণত করার পরিকল্পনা করছে। কংগ্রেস এবং তাদের সহযোগীরা আমাদের বিভক্ত করতে চায়। ভোটারদের নিজেদের সন্তানদের ভবিষ্যৎ এবং পরিবারের মহিলাদের সম্মান রক্ষার কথা ভেবে ভোট দিতে হবে।’

বিজেপির এই নেতা আরও অভিযোগ করেন, ‘ঝাড়খণ্ডে আইনশৃঙ্খলা রক্ষায় সরেন সরকার ব্যর্থ হয়েছে।’ সেই সঙ্গে তিনি আরও দাবি করেন, রাজ্যে হিন্দুদের জনসংখ্যা কমে যাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় নেতারা সমাজে ঘৃণা ছড়াচ্ছেন।’

উল্লেখ্য, ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ ২০ নভেম্বর। এই দফায় মোট ৩৮টি আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় গত ১৩ নভেম্বর ৪৩টি আসনে ভোট হয়েছে।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন