Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

ভোটের আগে উত্তর-পূর্বের ৬ রাজ্যে ৫৬ হাজার কোটি রুপির উন্নয়ন টোপ মোদির

ভোটের আগে উত্তর-পূর্বের ৬ রাজ্যে ৫৬ হাজার কোটি রুপির উন্নয়ন টোপ মোদির

ভারতে আগামী জাতীয় নির্বাচন তথা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এপ্রিল-মে মাসে। এর ঠিক আগে আগে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ছয় রাজ্যে প্রায় ৫৬ হাজার কোটি রুপির একাধিক প্রকল্পের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পটি হলো সেলা টানেল। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

নরেন্দ্র মোদি ঘোষিত ৫৫ হাজার ৬০০ কোটি রুপির এসব প্রকল্প বাস্তবায়িত হবে মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা ও অরুণাচল রাজ্যে। আজ শনিবার অরুণাচল রাজ্যের রাজধানী ইটানগর থেকে এসব প্রকল্পের ঘোষণা দেন তিনি। ধারণা করা হচ্ছে, মূলত ভোটার টানতেই শেষ মুহূর্তে এসে এই উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিলেন মোদি। 

এক বিবৃতিতে বলা হয়েছে, ৮২৫ কোটি রুপিতে নির্মিত হতে যাওয়া সংযুক্ত করবে আসাম ও অরুণাচল প্রদেশকে। আসামের বালিপাড়া থেকে শুরু করে চারিদুয়ার হয়ে অরুণাচলের তাওয়াং শহর পর্যন্ত মহাসড়কে এই টানেল নির্মাণ করা হবে। ২০১৯ সালে নরেন্দ্র মোদি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

এই টানেল ছাড়াও নরেন্দ্র মোদি অরুণাচল প্রদেশেই এককভাবে ৪১ হাজার কোটি রুপির একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন। এর মধ্যে রাজ্যের দিবাং উপত্যকায় অবস্থিত দিবাং বহুমুখী জলবিদ্যুৎ প্রকল্প উল্লেখযোগ্য। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩১ হাজার ৮৭৫ কোটি টাকা। এই বাঁধ নির্মিত হলে এটি হবে ভারতের সর্বোচ্চ জলবিদ্যুৎ বাঁধ।

এ ছাড়া, বেশ কয়েকটি সড়ক, পরিবেশ ও পর্যটন খাত সংশ্লিষ্ট প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মোদি। উদ্বোধন করেছেন বেশ কয়েটি বিদ্যালয় উন্নয়নকাজেরও। এর বাইরে মণিপুরে ৩ হাজার ৪০০ কোটি রুপির বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছেন। এসব প্রকল্পের মধ্যে একটি বাণিজ্যিক মল ও একটি হাসপাতাল উল্লেখযোগ্য। 

এ ছাড়া নাগাল্যান্ডেও ১ হাজার ৭০০ কোটি রুপির বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছেন। এই রাজ্যেও একটি বাণিজ্যিক মল ও একটি বৈদ্যুতিক স্টেশনের উন্নয়নকাজের উদ্বোধন করেছেন তিনি। একই সঙ্গে বেশ কয়েক সড়কের আধুনিকায়ন কাজেরও উদ্বোধন করেছেন মোদি। 

নরেন্দ্র মোদি সিকিম ও মেঘালয়েও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেছেন। মেঘালয়ে এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে ২৯০ কোটি রুপি এবং সিকিমের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ব্যয় করা হবে সাড়ে ৪০০ কোটি রুপি।

ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্ক চায়: মোদি

বিজেপি সরকারের ওয়াক্ফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে কংগ্রেস

ভারতে মুসলমানদের ওয়াক্ফ বোর্ডে থাকবে ২ অমুসলিম সদস্য, বিল পাস

ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাস, কী আছে এতে

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

ক্রিকেট-ভূরাজনীতিতে বিভক্ত বাংলাদেশ-ভারত একমত হলো যে বিষয়ে

জিওর কাছে ভারত সরকার পাবে ১,৭৫৭ কোটি রুপি, বিল ব্যর্থতায় পুরোটাই গচ্চা

সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ল পাকিস্তানি সেনারা, চালাল গুলি

বাংলাদেশের অভ্যুত্থানের ভয় ভারতের ক্ষমতাসীন শিবিরেও, কাছে আসছে বিজেপি-আরএসএস