হোম > বিশ্ব > ভারত

ছুটি না দেওয়ায় চার সহকর্মীকে ছুরিকাঘাত করে সদর্পে হাঁটা দিলেন সরকারি কর্মকর্তা

রক্তমাখা ছুরি হাতে শহরের রাস্তায় হাঁটছিলেন অমিত কুমার। ছবি: স্ক্রিনশট

সরকারি কর্মকর্তা অমিত কুমার ছুটির দরখাস্ত করেছিলেন। কিন্তু আবেদন গ্রহণ করা হয়নি। ক্ষোভে চার সহকর্মীকে ছুরিকাঘাত করে সদর্পে রাস্তা দিয়ে হেঁটে গেছেন তিনি। পরে অবশ্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, অভিযুক্ত অমিত কুমার সরকার কলকাতার নিউটাউনের কারিগরি ভবনে প্রযুক্তি শিক্ষা দপ্তরে কর্মরত ছিলেন। তিনি ছুরি দিয়ে সহকর্মীদের আঘাত করেন এবং অস্ত্রটি হাতে নিয়েই শহরে হাঁটতে থাকেন।

একটি ভিডিওতে অমিত কুমারকে রক্তমাখা ছুরি হাতে নিয়ে শহরের রাস্তায় হাঁটতে দেখা গেছে। কাঁধে ব্যাগ এবং এক হাতে ছুরি দেখা যায়। কিছু পথচারী এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। অমিতকে পথচারীদের তাঁর কাছে ভিড়তে নিষেধ করছিলেন।

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানায়, অমিত কুমার উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলার বাসিন্দা, প্রযুক্তি শিক্ষা দপ্তরে কাজ করেন। গতকাল সকালে ছুটি নেওয়া নিয়ে সহকর্মীদের সঙ্গে বচসার পর, তিনি তাঁদের ছুরিকাঘাত করেন এবং পালানোর চেষ্টা করেন।

আহত ব্যক্তিরা হলেন—জয়দেব চক্রবর্তী, শান্তনু সাহা, সার্থ লেটে এবং শেখ সাতাবুল। তাঁদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের মতে, সহকর্মীদের সঙ্গে অমিতের ছুটি সংক্রান্ত বিষয়ে ঝগড়া হয়েছিল। তবে তাঁকে ছুটি না দেওয়ার প্রকৃত কারণ জানা যায়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পুলিশের ধারণা, অমিতের মানসিক সমস্যা রয়েছে।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি