হোম > বিশ্ব > ভারত

কলকাতায় ট্রাভেল এজেন্সির আড়ালে ভুয়া পাসপোর্ট বাণিজ্য, মালিক আটক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭: ৫৫
আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭: ৫৫
ট্রাভেল এজেন্সিতে জাল কাগজ দিয়ে পাসপোর্ট ও আধার কার্ড বানানো হয়। ছবি: সংগৃহীত

কলকাতার বেহালায় ট্রাভেল এজেন্সির মালিক মনোজ গুপ্ত। এই এজেন্সির আড়ালে চলছে পাসপোর্ট জালিয়াতি এবং ভুয়া আধার কার্ড তৈরি। এজেন্সিতে বাংলাদেশিদের জাল পাসপোর্ট বানিয়ে দেন এমন অভিযোগ আটক করা হয়েছে মনোজ গুপ্তকে।

আজ রোববার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে কলকাতা পুলিশের বরাতে জানানো হয়, পাসপোর্ট জালিয়াতি মামলায় প্রধান অভিযুক্ত বেহালার ট্রাভেল এজেন্সির মালিক মনোজ গুপ্তকে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্য দিয়ে এ মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।

বেহালার শাঁখেরবাজারে মনোজের ট্রাভেল এজেন্সিতে চলত জালিয়াতি চক্রের অবৈধ কার্যকলাপ। ভুয়া আধার কার্ড তৈরি করে তার ভিত্তিতে জাল পাসপোর্ট বানিয়ে দিত এ চক্র। এর আগে এই এজেন্সির কর্মচারী দীপঙ্কর দাসসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

তদন্তে জানা যায়, এসব জালিয়াতিতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কদমগাছি গ্রাম পঞ্চায়েত জড়িত রয়েছে। সেখানে অনেকের ঠিকানা নকল বলে প্রমাণিত হয়েছে। বেশির ভাগই কদমগাছি গ্রাম পঞ্চায়েতের নামে প্রস্তুত করা হয়েছিল।

আঞ্চলিক পাসপোর্ট অফিসের অভিযোগের ভিত্তিতে পাসপোর্ট জালিয়াতির এই মামলা দায়ের করা হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

বাংলাদেশি নাগরিকদের জাল আধার কার্ডে বানানো ৭৩টি ভারতীয় পাসপোর্ট ধরা পড়ার পর কলকাতায় পাসপোর্ট যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে। এরপরই এ নিয়ে তৎপর হয়ে ওঠে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

১৭ বছর আগে নিহতের উদয়, জেলের ঘানি টানলেন চারজন

হঠাৎ চুল পড়ে টাক হয়ে যাচ্ছে তিন গ্রামের মানুষ, মহারাষ্ট্রজুড়ে আতঙ্ক

মুক্তিপণের বার্তায় ভুল বানান পুলিশকে দিল অপহরণকারীর সন্ধান

ভারতের ভোটার হলেন আন্দামানের আদিম মানবেরা