হোম > বিশ্ব > ভারত

আমার জন্ম হয়নি, ঈশ্বর আমাকে পাঠিয়েছেন: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন—আর পাঁচজন স্বাভাবিক মানুষের মতো জৈবিক প্রক্রিয়ায় তাঁর জন্ম হয়নি। তাঁকে স্বয়ং ঈশ্বর পাঠিয়েছেন।

তবে বিষয়টি একান্তই তাঁর নিজের ভাবনা বলে জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। ক্লান্তিহীনভাবে টানা কাজ করার শক্তি কোথায় পান—এই প্রসঙ্গেই নিজের মত তুলে ধরেছেন তিনি। নিজের দল ক্ষমতাসীন বিজেপির অন্দরমহলেও এমন কথা প্রচলিত আছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিদিন টানা ১৬ থেকে ১৭ ঘণ্টা কাজ করেন। বর্তমানে ভারতের চলমান লোকসভা নির্বাচনের প্রচারণারও মোদির উদ্যম চোখে পড়ার মতো।

কাজের এমন শক্তির রহস্য কোথায়—মোদির কাছে এক সাক্ষাৎকারে জানতে চেয়েছিল নিউজ-এইটিন। ঠিক তখনই নিজেকে নিয়ে নিজের ভাবনার কথা জানান মোদি। সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমটিকে তিনি বলেন, ‘মা যত দিন বেঁচে ছিলেন আমার মনে হতো, হয়তো জৈবিকভাবেই আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত, ভগবান আমাকে পাঠিয়েছেন। আমার মধ্যে যে শক্তি রয়েছে তা সাধারণভাবে জন্ম নেওয়া কোনো মানুষের থাকতে পারে না!’

মোদি আরও বলেন, ‘আমি ঈশ্বরের দূত। তিনিই আমাকে চালান, শক্তি দেন, মানুষের ভালো করার সুযোগ করে দেন। আমি শুধু যন্ত্রের মতো কাজ করি।’

নিজের এমন বক্তব্য নিয়ে সমালোচনা হতে পারে এমন আশঙ্কার কথাও আগেভাগে জানিয়ে দেন ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি জানি বিরোধীরা আমার কথা শুনে ছিঃ ছিঃ করে উঠবে। নিন্দুকেরা তুলোধুনো করবে, পারলে মাথার চুল ছিঁড়ে নেবে। কিন্তু আমার অনুভূতি এটাই যে—আমি ঈশ্বরের দূত হিসেবেই এসেছি।’

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৪ মে উত্তর প্রদেশে নিজের নির্বাচনী আসন বারানসিতে গিয়ে একটি ভিডিও সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন মোদি।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি