অনলাইন ডেস্ক
পাবজি গেম খেলতে মায়ের অ্যাকাউন্ট থেকে ১০ লাখ রুপি হাতিয়ে বাড়ি থেকে নিখোঁজ ছিল ১৬ বছর বয়সী এক কিশোর। ভারতের মুম্বাইয়ের জগেশ্বরী শহরতলিতে এই ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভারতীয় পুলিশের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
পুলিশ জানায়, ওই কিশোর অনলাইনের মাধ্যমে টাকাগুলো হাতিয়ে নেয়। ওই কিশোর নিখোঁজ হলে গত বুধবার তার বাবা পুলিশের কাছে অভিযোগ জানায়। পরে পুলিশ ওই কিশোরকে গত বৃহস্পতিবার আন্ধেরির মহাকালীর গুহা থেকে উদ্ধার করে বাবা মায়ের কাছে ফেরত পাঠায়।
পুলিশে জানায়, তদন্তের সময় তারা দেখতে পায় যে ওই কিশোর পাবজি গেমে আসক্ত ছিল। মায়ের অ্যাকাউন্ট থেকে ১০ লাখ রুপি হাতিয়ে সে ওই অর্থ গেমের পেছনে খরচ করত। ওই কিশোর অনলাইনেই টাকা পয়সার লেনদেন করত।
ওই কিশোরের বাবা-মা জানায়, অনলাইনে লেনদেনের বিষয়টি জানতে পেরে তাঁরা তাঁদের সন্তানকে বকাঝকা করে। পরে ওই কিশোর বাড়ি থেকে চলে যাওয়ার আগে একটি চিঠি লেখে রেখে যায়।
পুলিশ জানায়, প্রযুক্তির সাহায্য নিয়ে ওই কিশোরকে উদ্ধার করা হয়েছে। পরে কাউন্সেলিং করিয়ে তাকে বাড়িতে ফেরত পাঠানো হয়।