Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

এবার উচ্চ আদালতে রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক

এবার উচ্চ আদালতে রাহুল গান্ধী

মানহানি মামলা থেকে রেহাই পেতে এবার উচ্চ আদালতের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দোষী সাব্যস্ত হওয়ার রায়ের ওপর স্থগিতাদেশের আবেদন জানিয়ে উচ্চ আদালতে আপিল করেছেন তিনি। মঙ্গলবার রাহুলের আইনজীবী সাজা কার্যকর করার নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে এই আপিল করেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ‘মোদি’ পদবি নিয়ে কটাক্ষ করায় ২০১৯ সালের একটি মানহানি মামলায় গত ২৩ মার্চ রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। এর এক দিন পর ২৪ মার্চ রাহুল গান্ধীকে দেশটির লোকসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়।

লোকসভা সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় সংবিধানের ১০২ (১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের লোকসভার সদস্যপদ খারিজ করা হলো। মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার দিন, অর্থাৎ ২৩ মার্চ ২০২৩ থেকে তিনি আর এমপি নন।

তবে আদালত রাহুল গান্ধীকে ৩০ দিনের জামিন এবং আপিল করার সুযোগ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে ৩ এপ্রিল সুরাট আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। তাঁকে দোষী সাব্যস্ত করার রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে একটি আবেদন করেছিলেন। আদালত সেই স্থগিতাদেশ দেওয়ার আবেদন প্রত্যাখ্যান করলেও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাহুলকে জামিন দিয়েছিল।

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি

কী আছে সিন্ধু লিপিতে, অর্থ উদ্ধারে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু