হোম > বিশ্ব > ভারত

আবারও মাওবাদী আতঙ্ক পশ্চিমবঙ্গে

কলকাতা প্রতিনিধি

আবারও মাওবাদী আতঙ্ক সৃষ্টি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। পশ্চিমবঙ্গের তিন জেলা ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় নতুন করে মাওবাদী জঙ্গিদের তৎপরতাকে ঘিরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় শাসকদলীয় নেতা–কর্মীরা বাড়তি নিরাপত্তার জন্য রাজ্য পুলিশের কাছে আবেদন করছেন। মাওবাদীদের তৎপরতা রুখতে জঙ্গলমহল নামে পরিচিত ওই এলাকায় পুলিশ ও নিরাপত্তারক্ষীদের নজরদারি ও টহল বৃদ্ধি পেয়েছে। 

এক সময়ে গোটা জঙ্গলমহলই ছিল মাওবাদী অধ্যুষিত। সম্প্রতি নতুন করে তাদের প্রভাব বাড়ছে বলে কেন্দ্রীয় গোয়েন্দারা রাজ্য সরকারকে সতর্ক করে দিয়েছেন বলেও জানা গিয়েছে। এরই মধ্যে জঙ্গলমহলে ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআইয়ের (মাওবাদী) পোস্টার লাগানো শুরু করেছে। দলটিতে নতুন করে সদস্য নিয়োগ প্রক্রিয়াও আবারও চালু হয়েছে বলে গুজব শোনা যায়। 

বাঁকুড়া জেলা পরিষদের সদস্য ও স্থানীয় তৃণমূল নেতা চিত্ত মাহাতো তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী বাড়াতে জন্য জেলা পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন। এদিকে, পুলিশ জানিয়েছে, কেবল চিত্ত একা নন, তিন জেলারই ছোট-মাঝারি-বড় সব স্তরের নেতারাই চাইছেন তাঁদের নিরাপত্তা বাড়ানো হোক। এবং এর কারণ হিসেবে সবাই উল্লেখ করেছেন তাদের এলাকায় মাওবাদীদের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। 

গত ৭ এপ্রিল মাওবাদীদের ডাকা জঙ্গলমহল বন্ধে অভূতপূর্ব সাড়া মেলায় স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারাও অবাক। তাই সেখানে নতুন করে শুরু হয়েছে পুলিশি তৎপরতা। 

রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজি) মনোজ মালব্য নিজে জঙ্গলমহল সফর করে জেলার পুলিশের কর্মকর্তাদের সঙ্গে জঙ্গলমহলের পরিস্থিতি নিয়ে একাধিক বৈঠক করেছেন। সেই সঙ্গে বাড়ানো হয়েছে নিরাপত্তার বহরও। ভারতের প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রের তৈরি করা ল্যান্ডমাইন নিরোধক বিশেষ টহল গাড়ি ‘বজ্র’ নামানো হয়েছে জঙ্গলমহলে। এই সব গাড়িতে করে চলছে টহল চলছে। নতুন করে অশান্তি রুখতে জঙ্গলমহলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি পুলিশের। 

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন