হোম > বিশ্ব > ভারত

দুর্নীতির অভিযোগে নাকাল মমতার তৃণমূল

কলকাতা প্রতিনিধি

দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের এক মন্ত্রী জেলে। আরও একঝাঁক নেতা-মন্ত্রী কোটি কোটি রুপি তছরুপের অভিযোগে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তের আওতায়। ২০২১ সালে বিজেপি পশ্চিমবঙ্গে সফল না হলেও এবার দুর্নীতিকে হাতিয়ার করে বাজিমাত করতে চাইছে। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে দলটির নেতাদের হয়রানি করছে। 

আগামী বছরের শুরুতেই পশ্চিমবঙ্গজুড়ে পঞ্চায়েত নির্বাচন। গ্রাম দখলের এই ভোটে নিজেদের আধিপত্য বিস্তারে বিজেপি ও তৃণমূল উভয়েই সচেষ্ট। বাম ও কংগ্রেস নেতারাও চাইছেন হারানো জমি পুনরুদ্ধার করতে। ২০২৪ সালের লোকসভা নির্বাচন মাথায় রেখে পঞ্চায়েত ভোট সবার কাছেই গুরুত্বপূর্ণ। এই অবস্থায় ১৮ নভেম্বর শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। 

রাজনৈতিক উত্তেজনায় টগবগ করছে পশ্চিমবঙ্গের রাজনীতি। নেতা-মন্ত্রীদের দুর্নীতি প্রকাশ্যে আসায় বেশ বিপাকে শাসক দল মমতা ব্যানার্জির তৃণমূল। দুর্নীতি ছাড়াও বিরোধীরা বেকারত্ব, ডেঙ্গু, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সোচ্চার। ডেঙ্গু মোকাবিলায় কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বেলচা নিয়ে পথে নামলেও নিয়ন্ত্রণহীন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সমালোচিত হচ্ছে শাসক দল তৃণমূল। 

প্রধান বিরোধী দল বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের প্রশ্ন, ‘বাংলার মানুষ কার কার সঙ্গে লড়বে? গুন্ডা, মাফিয়া, তোলাবাজি, দুর্নীতি তো রয়েছেই, এবার ডেঙ্গুর সঙ্গেও?’ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা প্রতিক্রিয়া, ‘বাংলার মানুষকে সুরক্ষিত কীভাবে রাখতে হয় তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালোই জানেন। বিজেপির নেতারা সব ক্ষেত্রেই রাজনীতি খোঁজেন। ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট উদ্যোগী।’ 

বাম বা কংগ্রেসের কোনো বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভায় নেই। তবু বিজেপি অধিবেশন চলাকালে শাসক দলকে বেকায়দায় ফেলতে পারে। তাই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অধিবেশনে কোনো অসংসদীয় আচরণ বরদাশত করা হবে না। প্রয়োজনে কড়া ব্যবস্থা নেবেন তিনি। ইতিমধ্যেই অধিবেশনে পতাকা-ফেস্টুন-প্ল্যাকার্ডের ব্যবহার নিষিদ্ধ ঘোষিত হয়েছে। 

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি