হোম > বিশ্ব > ভারত

ভারতের আকাশে চীনা অনুপ্রবেশ বন্ধে বেইজিং–দিল্লি আলোচনা 

অনলাইন ডেস্ক

ভারতের লাদাখ অঞ্চলের আকাশসীমায় চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ বন্ধ নিশ্চিত করতে বেইজিংয়ের সঙ্গে আলোচনায় বসেছিল দিল্লি। ভারতের বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা চীনের সামরিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

দুই দেশের মধ্যকার সর্বশেষ এই আলোচনা মূলত ভারতীয় আকাশসীমায় চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ বন্ধ নিশ্চিত করতেই। তবে সাম্প্রতিক সময়ে যদিও কোনো চীনা যুদ্ধবিমান ভারতের আকাশ সীমায় অনুপ্রবেশ করেনি তারপরও পূর্ব সতর্কতা হিসেবে দুই দেশের মধ্যে এই আলোচনা। এই আলোচনায় দুই দেশ একটি সাধারণ ঐকমত্যে পৌঁছেছে। ঐকমত্য অনুসারে দুই দেশের কোনো যুদ্ধবিমানই ভুল বোঝাবুঝি এড়াতে দুই দেশের সীমান্তরেখা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসির ১০ কিলোমিটারের মধ্যে যুদ্ধবিমান ওড়াবে না।

তবে, সাম্প্রতিক সময়ে চীনের সশস্ত্র বাহিনী লাদাখের নিকটতম প্রতিবেশী তিব্বতে গত কয়েক মাস ধরেই সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। এই মহড়ার অংশ হিসেবে দেশটির বিমানবাহিনীও উল্লেখযোগ্য প্রদর্শনীতে অংশ নেয়। চীন, তিব্বতে একটি বিমানঘাঁটিও তৈরি করছে।

এই দুই দেশের মধ্যে আলোচনা এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন, তাইওয়ানে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির সফর নিয়ে বেইজিং–তাইপে–ওয়াশিংটনের মধ্যে আস্থার সংকট চলছে। পেলোসির সফরের জবাবে চীন তাইওয়ানকে অবরুদ্ধ করে সরাসরি সামরিক মহড়া চালাচ্ছে।

কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-হত্যায় সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশে যেন বিনা মেঘে বজ্রপাতের মুখে পড়েছে আদানি পাওয়ার

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলছে পুলিশ, প্রমাণ নেই বলছেন আইনজীবী

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

সেকশন