হোম > বিশ্ব > ভারত

পেগাসাস নিয়ে ফের মুলতবি ভারতের সংসদ

প্রতিনিধি, কলকাতা

ফোনে আড়ি পাতার অভিযোগে আজ বুধবারও দফায় দফায় মুলতবি হলো ভারতের জাতীয় সংসদের অধিবেশন। বিরোধীদের সম্মিলিত দাবি—পেগাসাস স্পাইওয়্যার নিয়ে সংসদে আলোচনা করতে হবে।

বুধবার ভারতীয় সময় সকাল ১১টায় অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনে কংগ্রেসসহ বিরোধী দলের নেতারা বৈঠক করেন। ঠিক হয়েছে, ইসরায়েলের সংস্থাকে দিয়ে ফোনে আড়ি পাতার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বিরোধীরা অটল থাকবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী সংসদের অধিবেশন শুরু হতেই লোকসভা ও রাজ্যসভায় স্পিকারের সামনের খোলা অংশ বা ওয়েলে নেমে এসে তদন্তের দাবিতে স্লোগান দিতে থাকেন বিরোধীরা। পরে সভার কাজ মুলতবি ঘোষিত হয়।

সংসদের বাইরেও কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোচ্চার হন ‘গণতন্ত্র হত্যা’র প্রতিবাদে। তাঁর বক্তব্য, অধিবেশনে পেগাসাস ইস্যুটি তুলতে না দেওয়ায় বাইরে আলোচনা করতে বাধ্য হচ্ছেন বিরোধীরা। রাহুল বলেন, ‘আমাদের সাফ প্রশ্ন, ভারত সরকার কি পেগাসাস কিনেছে না কেনেনি? ভারত সরকার কি দেশের জনগণের ওপর নজরদারির জন্য এ হাতিয়ার ব্যবহার করেছে?’

একই সঙ্গে রাহুল এদিন দেশের যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘আপনাদের ফোনের ভেতরে যদি নরেন্দ্র মোদি আড়িপাতার কৌশল করেন, আপনারা কী ব্যবস্থা চাইবেন?’

অন্যদিকে, বিজেপির তরফে কড়া সমালোচনা করা হয়েছে বিরোধীদের ভূমিকার। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের মতে, বিরোধীরা ইচ্ছা করেই সংসদ অচল করে পেগাসাস নিয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছেন।

বিরোধীরা এদিন পেগাসাস বিরোধিতায় নিজেদের ঐক্যের ছবি তুলে ধরতে সক্ষম হন। তবে বিরোধীদের এদিনের কর্মসূচিতে তৃণমূল ছিল না। তৃণমূল সূত্রের খবর, দলনেত্রী মমতা ব্যানার্জির আলাদা কর্মসূচি ছিল। এ কারণেই তাঁরা এ দিন অনুপস্থিত ছিলেন।

এদিকে আজ বুধবার দিল্লিতে তৃণমূল সংসদীয় দলের নেত্রী হিসেবে দায়িত্ব নেন মমতা ব্যানার্জি। সাংসদ সুখেন্দুশেখর রায়ের বাড়িতে তৃণমূল সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দলকে মোদি বিরোধিতার সুর চড়ানোর ইঙ্গিত দেওয়া হয় বলে জানা গেছে। আজ বিকেলেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক রয়েছে মমতার। বৈঠক হবে এনসিপি, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টির সঙ্গেও। বিজেপিবিরোধী জোট গঠনই মমতার লক্ষ্য।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি