হোম > বিশ্ব > ভারত

বিশ্ব নেতারা আমার সঙ্গে ইয়োগা নিয়ে আলোচনা করেন: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে আয়োজিত আন্তর্জাতিক ইয়োগা দিবসের অনুষ্ঠানে বলেছেন, বিশ্বজুড়ে ইয়োগা অনুশীলনকারীর সংখ্যা দ্রুত হারে বাড়ছে। বিশ্ব নেতারা তার সঙ্গে ইয়োগা নিয়ে আলোচনা করেন বলেও এ সময় মন্তব্য করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

মোদি বলেন, ‘আমরা শ্রীনগরে সেই শক্তি অনুভব করতে পারি যা অর্জন করেছি ইয়োগার মাধ্যমে। আমি ভারতের মানুষ এবং বিশ্বের প্রতিটি কোণে ইয়োগা অনুশীলন করা সবাইকে ইয়োগা দিবসের শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক ইয়োগা দিবস ১০ বছরের একটি ঐতিহাসিক যাত্রা পূর্ণ করেছে। ২০১৪ সালে আমি জাতিসংঘে আন্তর্জাতিক ইয়োগা দিবসের প্রস্তাব দিয়েছিলাম। ভারতের সেই প্রস্তাবে সমর্থন দিয়েছিল রেকর্ড সংখ্যক ১৭৭টি দেশ।’

তিনি আরও বলেন, ‘আমি যখন বিদেশে থাকি, তখন বিশ্ব নেতারা আমার সঙ্গে ইয়োগা নিয়ে আলোচনা করেন। আমরা ১০ম আন্তর্জাতিক ইয়োগা দিবস পালন করছি। আমি প্রত্যেককে তাদের দৈনন্দিন জীবনের ইয়োগা অনুশীলন করার অনুরোধ জানাই।’

শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ১০ম আন্তর্জাতিক ইয়োগা দিবস উদ্‌যাপনের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী মোদি। তিনি ভাষণে ১০১ বছর বয়সী ফরাসি নারী শার্লট চোপিনের কথাও উল্লেখ করেছিলেন, যিনি তার দেশে ইয়োগাকে জনপ্রিয় করতে অবদান রাখার জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন।

মোদি বলেন, ‘এ বছর ভারতে ফ্রান্সের ১০১ বছর বয়সী এক ইয়োগা শিক্ষিকাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। কখনো ভারতে না আসলেও ইয়োগা সম্পর্কে সচেতনতা তৈরিতে তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন। আজ, ইয়োগার ওপর গবেষণা করা হচ্ছে বিশ্বের নামীদামি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে। প্রকাশিত হচ্ছে গবেষণাপত্র।’

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি