Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

আবারও বিজেপির ঘরে ‘পল্টু কুমার’ নিতীশ, নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী  

আবারও বিজেপির ঘরে ‘পল্টু কুমার’ নিতীশ, নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী  

নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নিতীশ কুমার। তবে এবার ফের বিজেপির সঙ্গে জোট বেঁধেছেন তিনি। গতকাল রোববার তিনি বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। এর আগে, নিতীশ কুমার লালু প্রাসাদ যাদবের দল রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিলেন। নিতীশই বিহারের সবচেয়ে বেশি বারের নির্বাচিত মুখ্যমন্ত্রী। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ২০২০ সালে বিহারের বিধানসভা নির্বাচনের পর নিতীশ কুমার প্রথমে বিজেপির সহায়তায় সরকার গঠন করেছিলেন। পরে ২০২২ সালে বিজেপির সঙ্গে জোট ভেঙে রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে গাঁট ছড়া বেঁধে সরকার গঠন করেন। এর পর ফের তিনি চলতি বছরে আবারও বিজেপির তরিতে ভিড়ে নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 

ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি নিতীশ কুমারকে ফের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ‘বিহারে গঠিত এনডিএ (বিজেপি নেতৃত্বে গঠিত জোট) সরকার রাজ্যের উন্নয়নে ও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য কোনো প্রচেষ্টাই বাদ রাখবে না। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া আমি নিতীশ কুমারকে এবং উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় সম্রাট চৌধুরী ও বিজয় সিনহাকে অভিনন্দন জানাই। 

এবার নিয়ে নিতীশ কুমার পঞ্চম দফা জোট বদল করলেন। ২০১৩ সালের পর থেকে তিনি একবার বিজেপি, একবার মহাগাঠবন্ধন এবং একবার ইন্ডিয়া জোটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন, কিন্তু কোনোটাই স্থায়ী হয়নি। মজার ব্যাপার হলো, বারবার জোট বদল করলেও আসনের দিক থেকে তুলনামূলক সংখ্যালঘু হয়েই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। 

তবে বারবার জোট বদলের কারণে বিহারের রাজনীতিতে নিতীশ কুমারের জন্য একটি নেতিবাচক নাম দিয়েছেন স্থানীয়রা। রাজ্যের রাজনীতিতে একসময় ‘সুশাসন বাবু’ বলে পরিচিত এই মুখ্যমন্ত্রী বিগত কয়েক বছর ধরেই ‘পল্টু কুমার’ নামে পরিচিত হয়ে আসছেন।

রাশিয়ার অস্ত্রের বাজার দখলের চেষ্টা করছে ভারত

ভারতীয় দীর্ঘ পথের ট্রেনযাত্রা নিয়ে ফরাসি ইউটিউবারের সতর্কবার্তা

আজকের দিনে তাজমহল তৈরি করতে খরচ কেমন হতো

হিন্দু বোর্ডে মুসলিম নেই, ওয়াক্ফ বোর্ডে হিন্দু কেন: সুপ্রিম কোর্ট

ভারতের মন্দিরে গোপনে তরুণীর পায়ের ছবি তুলে তোপের মুখে মধ্যবয়সী

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

উর্দু উদ্ভূত শব্দ ছাড়া হিন্দিতে কথোপকথনই সম্ভব নয়: ভারতের সুপ্রিম কোর্ট

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

পরকীয়া জেনে ফেলায় কিশোরী মেয়ের নগ্ন ভিডিও ধারণ, প্রেমিকসহ মা গ্রেপ্তার

বিমানবন্দরের রানওয়ে দিয়ে শোভাযাত্রা, ফ্লাইট বন্ধ কয়েক ঘণ্টা