Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ভারতের রাজ্যসভায় উদ্বেগ

অনলাইন ডেস্ক

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ভারতের রাজ্যসভায় উদ্বেগ
বৃহস্পতিবার রাজ্যসভায় ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। ছবি: সংগৃহীত

বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং রাজ্যসভায় দেওয়া একটি বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ভারতের উদ্বেগের বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জানানো হয়েছে।’

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পর আজ রাজ্যসভায় এই বিষয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

সিং আরও বলেন, ‘ঢাকায় ভারতীয় হাইকমিশন নিয়মিত বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সংখ্যালঘুদের বিষয়ে যোগাযোগ রাখছে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি দুর্গাপূজা চলাকালীন ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বাংলাদেশের সরকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সেনাবাহিনী ও বর্ডার গার্ড মোতায়েন করে।

তিনি আরও বলেন, ‘হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সরকারকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা বলেছে ভারত।’

প্রসঙ্গত, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও আগস্টের আন্দোলনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে ক্ষমতায় আসার পর সম্পর্ক জটিল হয়ে ওঠে। সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় এই উত্তেজনা আরও বেড়েছে।

ভারত আশা করে, বাংলাদেশের সরকার হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর সুরক্ষা নিশ্চিত করবে এবং তাদের অধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। তবে এই ঘটনাগুলোর পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কীভাবে প্রভাবিত হবে, তা সময়ই বলে দেবে।

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি

ভাইরাল হতে ট্রেনের জানালা দিয়ে যাত্রীকে থাপ্পড়, আটক কনটেন্ট ক্রিয়েটর

উত্তরাখন্ডে তুষারধসে আটকা ৪১ শ্রমিক

বিহার বাদ দিলে ভারত উন্নত দেশ হতো—মন্তব্য করায় বরখাস্ত স্কুল শিক্ষিকা

গঙ্গার ঘাটে স্যুটকেস খুলতেই মিলল নারীর মরদেহ

ব্যক্তিগত শখ পূরণের টাকা নেই ১০০ কোটি ভারতীয়র

বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ইসকন নেতার আবেদন ভারতের সুপ্রিম কোর্টে খারিজ

ভারতে ২০২৩-২৪ অর্থবছরে ইউএসএআইডির অর্থায়ন ৭৫০ মিলিয়ন ডলার