হোম > বিশ্ব > ভারত

তামিলনাড়ুতে বাংলাদেশি যুবক গ্রেপ্তার, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ

অনলাইন ডেস্ক

ভারতের তামিলনাড়ুতে এক বাংলাদেশি যুবক গ্রেপ্তার হয়েছেন। তাঁর নাম সঞ্জয় চন্দ্র বর্মণ। অবৈধভাবে তিরুপ্পুরে বসবাসের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে গত শুক্রবার পুজহাল কারাগারে পাঠানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার ভেলামপালায়ম-১৫ থানার পুলিশ সঞ্জয় চন্দ্র বর্মণের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। পুলিশ তাঁকে আথুপালায়মের একটি বাড়িতে খুঁজে বের করে। যেখানে তিনি ৪ দিন আগে স্থানান্তরিত হয়েছিলেন এবং ভেলামপালায়মের একটি পোশাক কারখানায় কাজের জন্য যোগ দিয়েছিলেন।

পুলিশি জিজ্ঞাসাবাদে সঞ্জয় চন্দ্র স্বীকার করেন, তিনি বিগত ১৩ বছর ধরে তিনি ভারতের বিভিন্ন স্থানে বসবাস করেছেন। গুজরাট পুলিশের একটি সূত্র জানিয়েছে, আসাম পুলিশ দীর্ঘদিন ধরে তাঁকে অনুসরণ করছিল। পুলিশের অভিযোগ, তাঁর সঙ্গে পশ্চিমবঙ্গের একটি নিষিদ্ধ সংগঠনের সদস্যদের যোগাযোগ ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে পুলিশের সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সঞ্জয় চন্দ্র বর্মণের বয়স ২৮ বছর। তিনি বাংলাদেশে ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি তিরুপ্পুরে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় কাজ করছিলেন। সেখানে একটি ভাড়া বাসায় থাকতেন বলেও জানিয়েছে পুলিশ।

তামিলনাড়ু সরকারের একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলেছে, ভেলামপালায়ম পুলিশের ইন্সপেক্টর কে প্রেমা এবং তাঁর দল তামিলনাড়ুতে সঞ্জয়ের অবৈধভাবে অবস্থানের বিষয়ে জানতে পারার পর অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, বর্মণ পশ্চিমবঙ্গ হয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল এবং জাল নথি জমা দিয়ে একটি আধার কার্ডও হাসিল করেছিল। তিনি পশ্চিমবঙ্গের ঠিকানাসহ একটি প্যান কার্ডও পেয়েছিলেন। কয়েক মাস আগে সে তিরুপ্পুরে চলে আসে এবং কাছের আথুপালায়মে একটি ভাড়া রুম নিয়ে থাকতে শুরু করে।’

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন