হোম > বিশ্ব > ভারত

মাস্ক নিয়ে গন্ডগোল, ব্যাংকের গ্রাহককে নিরাপত্তারক্ষীর গুলি 

অনলাইন ডেস্ক

ঢাকা: ব্যাংকে মাস্ক পরা নিয়ে গ্রাহকের সঙ্গে কথাকাটাকাটির জেরে গুলিই চালিয়ে দিলেন সেখানে মোতায়েন থাকা নিরাপত্তারক্ষী। এতে গুরুতর আহত হয়েছেন ওই গ্রাহক। ভারতের উত্তর প্রদেশে ব্যাংক অব বারোদার একটি শাখায় ঘটেছে এমন ঘটনা। 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যেই ভারতের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ঘটনার একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে আহত ব্যক্তি যার নাম রাজেশ কুমার তিনি মেঝেতে পড়ে আছেন। তার ঊরু দিয়ে রক্ত গড়াচ্ছে। 

 ভিডিওতে শোনা যায়, অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে রাজেশ কুমারের স্ত্রী প্রশ্ন করছেন, ‘আপনিকে উনাকে গুলি করলে কেন?’ ’ পাশ থেকে আরেকজন বলে ওঠেন, ‘কীভাবে আপনি গুলি চালালেন? এবার জেলে যেতে হবে আপনার।’ 

 তখনো হাতে বন্দুক ধরে দাঁড়ানো নিরাপত্তারক্ষী উত্তর দেন, ‘রাজেশকেও জেলে যেতে হবে। আমিও আহত হয়েছি। আমার বোতাম ছিঁড়ে গিয়েছে।’ 

 নিরাপত্তারক্ষীর দাবি, তিনি ইচ্ছে করে গুলি চালাননি। ধাক্কাধাক্কিতে গুলি চলে গিয়েছে। ওই নিরাপত্তারক্ষী বলেন, ‘উনি মাস্ক পরেননি। আমি সে কথা বলার পর অবশ্য মাস্ক পরে নেন। কিন্তু এরপরই আমার সঙ্গে বাজে আচরণ করতে থাকেন। এই নিয়ে তর্ক শুরু হয়ে যায়। ধাক্কাধাক্কিও হতে থাকে। এরপরই আমার আঙুল ট্রিগারে লেগে গুলি চলে যায়।’ 

যদিও আহত রাজেশ কুমারের আত্মীয়দের দাবি, মাস্ক পরার পরেও ওই নিরাপত্তারক্ষী ঢুকতে দেননি তাঁকে। বলতে থাকেন, এখন লাঞ্চ টাইম চলছে। পরে আসতে। আপাতত পুলিশ জেরা করছে অভিযুক্তকে। তবে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, গুলিবিদ্ধ রাজেশ কুমার প্রাথমিক চিকিৎসার পরে বিপদমুক্ত হয়ে গিয়েছেন। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে কিছুদিন থাকতে হবে তাঁকে।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন