Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

চুরির টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেন চোর 

অনলাইন ডেস্ক

চুরির টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেন চোর 

চুরির টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেন এক চোর। ভারতের মধ্যপ্রদেশের ভিন্দ শহরে এ ঘটনা ঘটেছে বলে গতকাল মঙ্গলবার স্থানীয় পুলিশ জানিয়েছে। 

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিন্দ শহরে পুলিশের এসআই কমলেশ কাতারের বাড়ি থেকে টাকা চুরি করেন ওই চোর। চুরির সময় কমলেশ ভারতের ছত্তিশগড়ে দায়িত্বে ছিলেন। আর তাঁর পরিবারের বাকি সদস্যরাও বাড়িতে ছিলেন না।

জানা গেছে, চুরির পর ওই চোর একটি চিঠি রেখা যান। সেখানে লেখা ছিল, দুঃখিত বন্ধু, বাধ্য হয়ে এটি করেছি। যদি আমি এটি না করতাম, তাহলে আমার বন্ধু হয়তো মারা যেত। চিন্তা করবেন না, খুব দ্রুত আমি টাকা ফিরিয়ে দেব। 

পুলিশ কর্মকর্তা কমলেশের  স্ত্রী জানান, গত ৩০ জুন তিনি ও তাঁর সন্তানেরা এক আত্মীয়ের বাড়িতে যান। যখন সোমবার রাতে তাঁরা ফেরেন, তখন দেখতে পান যে বাড়ির তালা ভাঙা এবং সবকিছু এলোমেলো হয়ে আছে। ওই চোর কিছু সোনা–রুপার গয়না চুরি করেছেন। কর্মকর্তারা ধারণ করছেন, পরিচিতি কেউই এই চুরির ঘটনা ঘটিয়েছেন। 
এ ঘটনায় এরই মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে।

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর আক্রমণের চেষ্টা

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি

কী আছে সিন্ধু লিপিতে, অর্থ উদ্ধারে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের