অনলাইন ডেস্ক
‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চিঠি পাঠিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানডাবিয়া। করোনাবিধি না মানতে পারলে এই আয়োজন বন্ধ রাখতে বলা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
চিঠিতে বলা হয়েছে, ভারত জোড়ো যাত্রার সময় কঠোরভাবে করোনারবিধি পালন করতে হবে। বর্তমানে রাজস্থান থেকে হরিয়ানা রাজ্যে প্রবেশ করেছে এই পদযাত্রা। এতে অংশগ্রহণকারীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এ ছাড়া যাঁরা করোনার টিকা নিয়েছেন, শুধু তাঁরাই এতে অংশ নিতে পারবেন।
চিঠিতে আরও বলা হয়, যদি সঠিকভাবে করোনাবিধি পালন করা না হয়, তাহলে জনস্বাস্থ্য বিবেচনায় ‘ভারত জোড়ো যাত্রা’ বন্ধ রাখতে হবে কংগ্রেসকে।
কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী স্বাস্থ্যমন্ত্রীকে উল্টো প্রশ্ন তুলেছেন, গুজরাটে প্রধানমন্ত্রী যখন প্রচার করছিলেন, তখন কোনো করোনাবিধি অনুসরণ করা হয়েছিল কি না। স্বাস্থ্যমন্ত্রী রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সাফল্য সহ্য করতে পারছেন না বলে কটাক্ষ করেন তিনি।
পদযাত্রা থেকে মানুষের নজর ঘোরাতেই স্বাস্থ্যমন্ত্রী এসব করছেন বলেও দাবি অধীরের। গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘ভারত জোড়ো যাত্রা’ আটটি রাজ্য পেরিয়ে বুধবার হরিয়ানায় প্রবেশ করে।