হোম > বিশ্ব > ভারত

করোনাবিধি না মানলে ‘ভারত জোড়ো যাত্রা’ বন্ধ, রাহুলকে কেন্দ্রের চিঠি

‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চিঠি পাঠিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানডাবিয়া। করোনাবিধি না মানতে পারলে এই আয়োজন বন্ধ রাখতে বলা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

চিঠিতে বলা হয়েছে, ভারত জোড়ো যাত্রার সময় কঠোরভাবে করোনারবিধি পালন করতে হবে। বর্তমানে রাজস্থান থেকে হরিয়ানা রাজ্যে প্রবেশ করেছে এই পদযাত্রা। এতে অংশগ্রহণকারীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এ ছাড়া যাঁরা করোনার টিকা নিয়েছেন, শুধু তাঁরাই এতে অংশ নিতে পারবেন। 

চিঠিতে আরও বলা হয়, যদি সঠিকভাবে করোনাবিধি পালন করা না হয়, তাহলে জনস্বাস্থ্য বিবেচনায় ‘ভারত জোড়ো যাত্রা’ বন্ধ রাখতে হবে কংগ্রেসকে। 

এদিকে স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়়িয়েছে। বিরোধী দল কংগ্রেসের দাবি, এখন দেশের বিভিন্ন প্রান্তে জনসভা হচ্ছে। সে বিষয়ে নজর না দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এমনটা করছে কেন্দ্র। 

কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী স্বাস্থ্যমন্ত্রীকে উল্টো প্রশ্ন তুলেছেন, গুজরাটে প্রধানমন্ত্রী যখন প্রচার করছিলেন, তখন কোনো করোনাবিধি অনুসরণ করা হয়েছিল কি না। স্বাস্থ্যমন্ত্রী রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সাফল্য সহ্য করতে পারছেন না বলে কটাক্ষ করেন তিনি। 

পদযাত্রা থেকে মানুষের নজর ঘোরাতেই স্বাস্থ্যমন্ত্রী এসব করছেন বলেও দাবি অধীরের। গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘ভারত জোড়ো যাত্রা’ আটটি রাজ্য পেরিয়ে বুধবার হরিয়ানায় প্রবেশ করে। 

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি