অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউও প্রায় সামলে নিয়েছে ভারত। কিন্তু এবার দেশটির কেরালা রাজ্যের এক গর্ভবতী নারীর দেহে শনাক্ত হলো মশাবাহিত জিকা ভাইরাস। এমনকি আরও ১৩ জনের দেহেও এই ভাইরাস থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। এর মধ্যে রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।
প্রচণ্ড মাথাব্যথা, জ্বর ও গায়ে লাল দাগ নিয়ে গত ২৮ জুন হাসপাতালে ভর্তি হন ২৪ বছর বয়সী এ নারী। পরে পরীক্ষা করে দেখা যায় তাঁর দেহে জিকা ভাইরাস রয়েছে। তবে গত বুধবার একটি সুস্থ সন্তানের জন্ম দেন তিনি।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, সম্প্রতি রাজ্যের বাইরে কোথাও যাননি এই নারী। এখনো হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। বাকি ১৩ জনের নমুনা পুনের ভাইরোলজি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।