অনলাইন ডেস্ক
অল ইন্ডিয়া মুসলিম জামাতের জাতীয় সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রজভী বেরেলভী রোববার একটি ফতোয়া জারি করে মুসলমানদের নববর্ষ উদ্যাপন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি নববর্ষ উদ্যাপনের পরিবর্তে ধর্মীয় কার্যক্রমে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।
ফতোয়ায় মুসলিম তরুণ-তরুণীদের উদ্দেশ্যে বলা হয়েছে, নববর্ষ উদ্যাপন করা গর্বের বিষয় নয় এবং এটি পালন করা কিংবা এ উপলক্ষে শুভেচ্ছা জানানো উচিত নয়।
মাওলানা রজভী বলেছেন, ‘নববর্ষ উদ্যাপন খ্রিষ্টীয় ক্যালেন্ডারের একটি অংশ এবং এটি মুসলমানদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ।’
মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকা উচিত বলেও উল্লেখ করেছেন রজভী। তিনি বলেন, ‘তরুণ ছেলেমেয়েদের নির্দেশ দেওয়া হয়েছে, নববর্ষ উদ্যাপন করা যাবে না। মুসলমানদের উচিত নববর্ষ উদ্যাপন থেকে বিরত থাকা।’
এদিকে, তিন দশক আগে ভারতে নিষিদ্ধ সালমান রুশদির বিতর্কিত বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’ আবারও বিক্রি শুরু হওয়া নিয়েও বিরোধিতা প্রকাশ করেছেন মাওলানা রজভী। এ বিষয়ে তিনি বলেছেন, ‘নিষেধাজ্ঞাটি জারি রাখা উচিত।’
তিনি আরও বলেন, ‘বইটি বিক্রির অনুমতি দেওয়ার আগে যারা নিষেধাজ্ঞার দাবি করেছিল তাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। বইটির প্রাপ্যতা দেশের সামাজিক এবং ধর্মীয় বন্ধন ক্ষতিগ্রস্ত করতে পারে।’