হোম > বিশ্ব > ভারত

নববর্ষ উদ্‌যাপন নিয়ে ফতোয়া দিল অল ইন্ডিয়া মুসলিম জামাত

অল ইন্ডিয়া মুসলিম জামাতের জাতীয় সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রজভী। ছবি: এএনআই

অল ইন্ডিয়া মুসলিম জামাতের জাতীয় সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রজভী বেরেলভী রোববার একটি ফতোয়া জারি করে মুসলমানদের নববর্ষ উদ্‌যাপন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি নববর্ষ উদ্‌যাপনের পরিবর্তে ধর্মীয় কার্যক্রমে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

ফতোয়ায় মুসলিম তরুণ-তরুণীদের উদ্দেশ্যে বলা হয়েছে, নববর্ষ উদ্‌যাপন করা গর্বের বিষয় নয় এবং এটি পালন করা কিংবা এ উপলক্ষে শুভেচ্ছা জানানো উচিত নয়।

মাওলানা রজভী বলেছেন, ‘নববর্ষ উদ্‌যাপন খ্রিষ্টীয় ক্যালেন্ডারের একটি অংশ এবং এটি মুসলমানদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ।’

মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকা উচিত বলেও উল্লেখ করেছেন রজভী। তিনি বলেন, ‘তরুণ ছেলেমেয়েদের নির্দেশ দেওয়া হয়েছে, নববর্ষ উদ্‌যাপন করা যাবে না। মুসলমানদের উচিত নববর্ষ উদ্‌যাপন থেকে বিরত থাকা।’

এদিকে, তিন দশক আগে ভারতে নিষিদ্ধ সালমান রুশদির বিতর্কিত বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’ আবারও বিক্রি শুরু হওয়া নিয়েও বিরোধিতা প্রকাশ করেছেন মাওলানা রজভী। এ বিষয়ে তিনি বলেছেন, ‘নিষেধাজ্ঞাটি জারি রাখা উচিত।’

তিনি আরও বলেন, ‘বইটি বিক্রির অনুমতি দেওয়ার আগে যারা নিষেধাজ্ঞার দাবি করেছিল তাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। বইটির প্রাপ্যতা দেশের সামাজিক এবং ধর্মীয় বন্ধন ক্ষতিগ্রস্ত করতে পারে।’

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি