Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভা সদস্য নির্বাচিত সোনিয়া গান্ধী 

অনলাইন ডেস্ক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভা সদস্য নির্বাচিত সোনিয়া গান্ধী 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। রাজস্থানের একটি আসন থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। আজ মঙ্গলবার রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হন। ভারতীয় সংবাদমাধ্যম মিন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সোনিয়া গান্ধী ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় বলেছিলেন, সেই নির্বাচনের পর তিনি আর জাতীয় নির্বাচনে লড়বেন না। অবশ্য তার আগে তিনি পাঁচবার লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে রাজ্যসভায় এই প্রথম নির্বাচিত হলেন ৭৭ বছর বয়সী এই নেতা।

রাজ্যসভার এই নির্বাচনে রাজস্থান থেকে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নেতা চুনিলাল গারাসিয়া ও মদন রাঠোরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই দুজন ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁরা বিনা বাধায় নির্বাচিত হন। রাজস্থানে রাজ্যসভার মোট ১০টি আসন আছে। এর মধ্যে চূড়ান্ত ফলাফল শেষে কংগ্রেসের দখলে গেছে ৬টি এবং বিজেপির দখলে গেছে বাকি চারটি।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, সোনিয়া গান্ধী সম্ভবত আগামী লোকসভা নির্বাচনে তাঁর বহু দিনের আসন রায়বেরেলি থেকে আর লড়বেন না বরং এই আসনটি অন্য কাউকে দিয়ে দেবেন। ধারণা করা হচ্ছে, প্রথমবারের মতো লোকসভা নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রিয়াঙ্কা গান্ধীকেই এই আসনে মনোনয়ন দেবে কংগ্রেস।

মূলত রাজ্যসভার সদস্য ও কংগ্রেস নেতা মনমোহন সিং এবং বিজেপির নেতা ভূপেন্দ্র যাদবের মেয়াদ শেষ হবে আগামী ৩ এপ্রিল। আবার রাজ্যসভায় বিধায়ক নির্বাচিত হওয়ায় গত ডিসেম্বরে বিজেপি নেতা কিরোদি লাল মীনা রাজ্যসভা থেকে থেকে পদত্যাগ করলে তৃতীয় আসনটি শূন্য হয়। সেই তিন আসনেই নির্বাচন অনুষ্ঠিত হলো আজ।

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি