Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

ভারতের কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওপর হামলা

কলকাতা প্রতিনিধি

ভারতের কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওপর হামলা

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ অধিকারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার এ হামলার ঘটনা ঘটে। এ নিয়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। বিজেপির অভিযোগ, প্রতিমন্ত্রীর মিছিলে গুলি করে ও বোমা নিয়ে হামলা চালানো হয়। তবে শাসক দল তৃণমূল কংগ্রেস এ অভিযোগ অস্বীকার করেছে। 

কোচবিহারের দিনহাটায় এদিন সকালে বিজেপি নেতা ও ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের জনসংযোগ কর্মসূচি ছিল। বিপরীত দিকেই কালো পতাকা দেখানোর কর্মসূচি নেয় তৃণমূল। উভয় দলের সমর্থকদের মধ্যে এই নিয়ে সংঘর্ষ বাঁধে। কেন্দ্রীয় আধা সেনার নিরাপত্তা বলয়ের মধ্যেই উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। 

হামলায় ক্ষতিগ্রস্ত হয় প্রতিমন্ত্রীর গাড়ি। ছবি: সংগৃহীত হামলার শিকার প্রতিমন্ত্রী বলেন, ‘সাহস থাকলে তৃণমূল আমার বুকে গুলি চালাক। এখানে আগে থেকেই আমাদের ওপর হামলার ছক করা হয়েছিল।’ 

স্থানীয় তৃণমূল নেতা রাজ্যের মন্ত্রী উদয়ণ গুহ বলেন, ‘নিশীথ মিথ্যাবাদী। ওর মতো দ্বিচারিতা, রাজনীতিতে কেউ করে না। ও নিজ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমাজবিরোধীদের নিয়ে দিনহাটায় ঢুকেছে গোলমাল করার জন্য। বুড়ির হাটে গিয়ে আমাদের কর্মীদের বাইক ভাঙচুর করেছে।’ 

অন্ধ্র প্রদেশে তৃতীয় সন্তান নিলে ৫০ হাজার রুপি, ছেলে হলে দেওয়া হবে গরুও

গঙ্গার পচা-নোংরা জলে কে স্নান করবে, প্রশ্ন রাজ ঠাকরের

রাশিয়ার টি-৭২ ট্যাংকের ইঞ্জিন কিনছে ভারত, ব্যয় ২১০০ কোটি রুপি

বাংলাদেশি পর্যটক ছাড়া প্রথম রমজান কলকাতার মিনি বাংলায়, বিক্রি নেমেছে অর্ধেকে

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত, বাংলাদেশও ব্যতিক্রম নয়: রাজনাথ সিং

ভারতে দলবদ্ধ ধর্ষণের শিকার ইসরায়েলি নারীসহ ২ জন

উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়াতে বাংলাদেশে ট্রানজিট চায় মেঘালয় সরকার

ছাদ থেকে লাফিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার ‘আত্মহত্যা’

ভারতে হোয়াটসঅ্যাপে আগ্নেয়াস্ত্রের রমরমা ব্যবসা, নির্বিকার মেটা