হোম > বিশ্ব > ভারত

ভারতে পেগাসাস কাণ্ডে নাটকীয় মোড়

কলকাতা প্রতিনিধি

রাজনীতিবিদ, শিল্পপতি, বিচারপতি, তদন্তকারী সংস্থার প্রধান, সাংবাদিক থেকে শুরু করে ভারতের ৩০০ টেলিফোন নম্বরে পেগাসাস সফটওয়্যার দিয়ে আড়ি পাতার মামলা নাটকীয় মোড় নিয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত জানিয়েছে, আড়ি পাতার অভিযোগ খতিয়ে দেখতে তারাই বিশেষজ্ঞদের নিয়ে তদন্তকারী দল গঠন করবে। ফলে পেগাসাস কাণ্ডে বেশ বেকায়দাতেই পড়েছে ভারত সরকার।

দেশটির প্রধান বিচারপতি এনভি রামানা জানান, সুপ্রিম কোর্টই পেগাসাস তদন্তে কমিটি গড়ে দেবে। আগামী সপ্তাহেই তাঁরা তদন্তকারীদের নাম ঘোষণা করে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেবেন। এর আগে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পেগাসাস দিয়ে আড়ি পাতার সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টি তুলে ধরার চেষ্টা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট বিষয়টিকে গুরুত্ব দেননি।

সুপ্রিম কোর্ট আগেই ভারতের কেন্দ্রীয় সরকারকে হলফনামা দিয়ে জানতে চেয়েছিল, নিয়ম মেনে আদালতের অনুমতি নিয়ে ফোনে আড়ি পাতা হয়েছিল কি-না। কিন্তু সরকার পক্ষের বক্তব্যে সন্তুষ্ট না হয়ে সর্বোচ্চ আদালত তদন্ত কমিটি গঠন করছেন।

এদিকে আজ শুক্রবার কোয়াড বৈঠকে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া আগামীকাল জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। মোদির তিন দিনের এই যুক্তরাষ্ট্র সফরে আফগানিস্তানে তালেবানের উত্থান এবং আন্তসীমান্ত সন্ত্রাস দমনের মতো বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছে দিল্লি।

মোদির সফরের আগেই সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আফগানিস্তানের মাটিতে কিছুতেই জঙ্গিবাদী কার্যকলাপ চলতে দেওয়ার বিষয়টি মেনে নেওয়া উচিত নয়।

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

সেকশন