হোম > বিশ্ব > ভারত

ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্র ধরে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

অনলাইন ডেস্ক

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয়ের সুবাদে এক যুবকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের শামলি জেলায়। সেখানকার একটি হোটেলে নেশাদ্রব্য খাইয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন দুজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী তরুণী জানিয়েছেন, তিনি মিরাটের বাসিন্দা। তাঁর সঙ্গে ইনস্টাগ্রামে এক ব্যক্তির পরিচয় হয়, যিনি নিজেকে ব্যাংকের কর্মী হিসেবে দাবি করেন। ওই ব্যক্তি তাঁকে ওই ব্যাংকেই চাকরির প্রস্তাবও দেন। আর সেই কথায় বিশ্বাস করে ওই তরুণের সঙ্গে দেখা করতে গিয়েই পড়েন বিপদে।

অভিযুক্ত ব্যক্তি নির্দিষ্ট দিনে উত্তরাখণ্ডের দেরাদুনে তাঁর সঙ্গে তরুণীকে দেখা করতে বলেন। অভিযুক্ত তরুণের কথামতো দেরাদুনে পৌঁছে যান তরুণী। কিন্তু সেখানে ওই তরুণ নিজে না এসে তাঁর এক বন্ধুকে পাঠিয়েছিলেন। পরে সেখান থেকে তাঁকে উত্তর প্রদেশের শামলি জেলার থানা ভবন এলাকায় যাওয়ার কথা বলেন অভিযুক্ত যুবক।

ভুক্তভোগী আরও বলেন, থানাভ বনে গিয়ে দেখা করার পর তাঁকে কোমল পানীয় খেতে দেন ওই দুই ব্যক্তি। এর কিছুক্ষণ পরই অচেতন হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ওই দুই তরুণ।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দুই আসামিই পলাতক।

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

সেকশন