Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

ধরা পড়ার ভয়ে ৩০ লাখের আংটি কমোডে ফেলেন নারী, অবশেষে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ধরা পড়ার ভয়ে ৩০ লাখের আংটি কমোডে ফেলেন নারী, অবশেষে গ্রেপ্তার

ভারতের হায়দ্রাবাদে একটি ত্বক ও চুলের ক্লিনিকের এক নারী কর্মী গ্রাহকের ৩০ লাখ ৬৯ হাজার রুপি মূল্যের একটি হীরার আংটি চুরি করেন। এরপর ধরা পড়ার ভয়ে আংটিটি টয়লেটের কমোডে ফেলে ফ্লাশ করেছেন। গতকাল সোমবার পুলিশ এনডিটিভিকে এ খবর জানিয়েছে। 

তদন্ত চলাকালে পুলিশ একজন প্লাম্বারের সাহায্যে কমোডের সঙ্গে সংযোগকারী পাইপলাইন থেকে রিংটি উদ্ধার করেছে। আর ওই নারী কর্মচারীকে ‘চুরির’ অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 

হায়দ্রাবাদ পুলিশ জানায়, অভিযোগকারী নারী চুল অপসারণের জন্য গত সপ্তাহে অভিজাত ‘জুবিলি পাহাড়’ এলাকার একটি ক্লিনিকে গিয়েছিলেন। এ সময় ওই ক্লিনিকের নারী কর্মী তাঁকে একটি বাক্সে আংটি রাখতে বলেন। কিন্তু বাড়ি ফেরার পরেই অভিযোগকারী বুঝতে পারেন তিনি ক্লিনিকে আংটি ভুলে ফেলে এসেছেন। এরপর তিনি থানায় অভিযোগ করেন। 

পুলিশ তদন্তে সব কর্মীকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় আংটিটি সরিয়ে ফেলা ওই নারী পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, আংটিটি সরানোর পর সেটি পার্সে রেখেছিলেন। পরে পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে ওয়াশরুমের কমোডে এটি ফেলে ফ্লাশ করে দেন।

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি