Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

৪ বছরের শিশুকে ধর্ষণ করল পুলিশ, থানা ঘেরাও গ্রামবাসীর 

অনলাইন ডেস্ক

৪ বছরের শিশুকে ধর্ষণ করল পুলিশ, থানা ঘেরাও গ্রামবাসীর 

ভারতের রাজস্থান রাজ্যে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ওই পুলিশ সদস্যের শাস্তি দাবি করে থানা ঘেরাও করেছে ওই শিশুর গ্রামের বাসিন্দারা। এমনকি ওই পুলিশ সদস্যকে ব্যাপক মারধর করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঘটনাটি ঘটেছে রাজস্থান রাজ্যের দাউসা জেলার একটি গ্রামে। অভিযুক্ত ওই পুলিশ সদস্যের নাম ভূপেন্দ্র সিং। পদবিতে তিনি জেলার একটি পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর। দাউসার সহকারী পুলিশ সুপার বজরং সিং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সহকারী পুলিশ সুপার বজরং সিং জানিয়েছেন, সাব-ইন্সপেক্টর ভূপেন্দ্র সিং নির্বাচনী দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি ওই শিশুকে নিজের অফিসে ডেকে এনে ধর্ষণ করেন। তাঁকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর তদন্তও শুরু হয়েছে।

বজরং সিং বলেন, ‘থানার পার্শ্ববর্তী একটি পরিবারের অভিযোগের ভিত্তিতে ভূপেন্দ্র নামে একজন এসআইয়ের বিরুদ্ধে রাহুওয়াস থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষা করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে শিশুকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী থানার সামনে জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয়। পরে ভূপেন্দ্র সিংকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে মারধরও করা হয়।

এ ঘটনার পর স্থানীয় বিজেপি দলীয় এমপি কিরোদি লাল মীনা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘পুলিশ কর্তৃক দলিত শিশু ধর্ষণের ঘটনায় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। আমি নিষ্পাপ শিশুটির বিচার পেতে ঘটনাস্থলে এসেছি।’ বিজেপি সাংসদ মেয়েটির পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন।

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি

ভাইরাল হতে ট্রেনের জানালা দিয়ে যাত্রীকে থাপ্পড়, আটক কনটেন্ট ক্রিয়েটর

উত্তরাখন্ডে তুষারধসে আটকা ৪১ শ্রমিক

বিহার বাদ দিলে ভারত উন্নত দেশ হতো—মন্তব্য করায় বরখাস্ত স্কুল শিক্ষিকা

গঙ্গার ঘাটে স্যুটকেস খুলতেই মিলল নারীর মরদেহ

ব্যক্তিগত শখ পূরণের টাকা নেই ১০০ কোটি ভারতীয়র