বাংলাদেশ প্রতিষ্ঠা এবং উন্নয়ন প্রক্রিয়ায় ভারতের অসামান্য ভূমিকা বাংলাদেশ সরকারকে সব সময় স্মরণ রাখতে হবে বলে মন্তব্য করেছেন দিল্লি জামে মসজিদের শাহি ইমাম সাইয়্যেদ আহমদ বুখারি। ভারত ও বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের বিবরণ দিতে গিয়ে বুখারি এমনটি বলেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইমাম সাইয়্যেদ আহমদ বুখারি বলেন, ‘বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই আমাদের জাতীয় নেতৃত্ব, গণমাধ্যম, নাগরিক সমাজ এবং প্রভাবশালী মহল শেখ মুজিবুর রহমান, তাঁর কন্যা শেখ হাসিনা ওয়াজেদ এবং তাঁদের দল আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। কূটনীতি, আঞ্চলিক বিষয়, আন্তর্জাতিক সম্পর্ক এবং মুসলিম বিশ্বের নানা ইস্যুতে বাংলাদেশ সব সময় আমাদের পাশে থেকেছে।’
শেখ হাসিনার ভারত সফরের পর বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেন বুখারি। তিনি বলেন, ‘এই অস্থিরতার শিকার হয়েছেন আওয়ামী লীগের মুসলিম ও অমুসলিম উভয় সমর্থকেরা।’ বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান।
বুখারি লিখেছেন, ‘এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে চলমান অন্যায়, হামলা এবং হিন্দু সংখ্যালঘুদের ওপর একতরফা পদক্ষেপ নিন্দনীয় এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে। এসব ঘটনার কোনো ন্যায্যতা নেই। বাংলাদেশ প্রতিষ্ঠা এবং উন্নয়ন প্রক্রিয়ায় ভারতের অসামান্য ভূমিকা বাংলাদেশ সরকারকে সব সময় স্মরণ রাখতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমরা লক্ষ লক্ষ বাংলাদেশি শরণার্থীকে নজিরবিহীন সহায়তা দিয়েছি এবং প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে আমরা তাঁদের পাশে দাঁড়িয়েছি।’
তিনি বলেন, জাতিসংঘের সংখ্যালঘুদের সমান অধিকারের সুরক্ষায় একটি সর্বজনীন ঘোষণা রয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সব সদস্য এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর জন্য বাধ্যতামূলক।