হোম > বিশ্ব > ভারত

হঠাৎ চুল পড়ে টাক হয়ে যাচ্ছে তিন গ্রামের মানুষ, মহারাষ্ট্রজুড়ে আতঙ্ক

স্বাস্থ্য কর্মকর্তারা আক্রান্ত গ্রামবাসীদের চুল ও ত্বকের নমুনা সংগ্রহ করেছেন। ছবি: এনডিটিভির সৌজন্যে।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলার তিনটি গ্রামে হঠাৎ রহস্যজনকভাবে বেশ কিছু বাসিন্দার চুল পড়ে টাক হওয়ার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এই ঘটনা মহারাষ্ট্রজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশকের কারণে পানি দূষিত হয়ে এই সমস্যা দেখা দিয়েছে। সমস্যার সঠিক কারণ নির্ণয়ের জন্য কর্মকর্তারা ইতিমধ্যে ওই এলাকায় পানির নমুনা এবং আক্রান্ত গ্রামবাসীদের চুল ও ত্বকের নমুনা সংগ্রহ করেছেন।

বুলধানা জেলার শেগাঁও শহরের বোরগাঁও, কালওয়াদ ও হিঙ্গনা— এই তিনটি গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে পুরুষ ও মহিলা উভয়েরই চুল পড়ছে। চুল পড়া শুরু হওয়ার পর এক সপ্তাহের মধ্যে অনেক ব্যক্তি টাক হয়ে গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একজন প্রতিনিধি সরেজমিনে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। স্থানীয় বাসিন্দারা দেখিয়েছেন, টান দিলেই তাঁদের মাথার চুল উঠে আসছে। অনেকের মাথায় আগে থেকে অল্প চুল ছিল। তাদের ক্ষেত্রে দেখা গেছে, গত এক সপ্তাহের মধ্যে মাথার সব চুল পড়ে টাক হওয়ার উপক্রম হয়েছে।

এই ঘটনার পর বুলধানা জেলার তিনটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলার স্বাস্থ্য কর্মকর্তারা ইতিমধ্যে গ্রাম তিনটি পরিদর্শন করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, তিন গ্রাম মিলে প্রায় ৫০ জন এই সমস্যায় ভুগছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চিকিৎসকেরা মনে করছেন, দূষিত পানির কারণে চুল পড়ার সমস্যা হতে পারে অথবা অন্য কোনো স্বাস্থ্য সমস্যার কারণেও এটি ঘটতে পারে। ভুক্তভোগীদের ত্বক ও চুলের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।

পরিদর্শনকারী স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে ছিলেন শেগাঁওয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. দীপালি রাহেকর। তিনি বলেন, ‘দূষিত পানির কারণে এমনটা হতে পারে। আমরা নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষা করলেই জানা যাবে কী কারণে এমনটা হচ্ছে।’

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি