হোম > বিশ্ব > ভারত

৩০০ রুপির গয়না ৬ কোটিতে বিক্রি, ভারতে মার্কিন নারীর সঙ্গে নজিরবিহীন প্রতারণা

অনলাইন ডেস্ক

ভারতের রাজস্থান থেকে গয়না কিনে বিপুল প্রতারণার শিকার হয়েছেন এক মার্কিন নারী। অভিযোগ উঠেছে, রাজস্থানের জয়পুরের এক ব্যবসায়ী মাত্র ৩০০ টাকার গয়না ৬ কোটি রুপিতে বিক্রি করেছেন ওই নারীর কাছে। 

পুলিশের বরাত দিয়ে আজ মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, চেরিশ নামে মার্কিন সেই নারী জয়পুরের জহুরি বাজার থেকে যে গয়নাগুলো কিনেছিলেন—সেগুলো রুপার হলেও ওপর দিয়ে সোনার আবরণ দেওয়া ছিল। গত এপ্রিলে গয়নাগুলো যুক্তরাষ্ট্রের একটি মেলায় প্রদর্শনীর জন্য রেখেছিলেন চেরিশ। পরে সেখানেই বেরিয়ে আসে গয়নাগুলো আসলে নকল। 

এ অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে নকল গয়না নিয়ে ভারতে আসেন চেরিশ এবং তিনি সেই গয়না ব্যবসায়ী গৌরব সনির মুখোমুখি হন। কিন্তু প্রতারণা এবং অভিযোগের বিষয়টি প্রত্যাখ্যান করেন গৌরব। উপায়ন্তর না দেখে পুলিশে অভিযোগ দেন চেরিশ। পাশাপাশি তিনি ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসেরও সহযোগিতা চান। দূতাবাসের পক্ষ থেকেও এই বিষয়টির তদন্তের জন্য চাপ দেওয়া হয় জয়পুরের পুলিশকে। 

জয়পুরের পুলিশকে চেরিশ জানান, গয়না ব্যবসায়ী গৌরব সনির সঙ্গে ২০২২ সালে ইনস্টাগ্রামে যোগাযোগ হয় তাঁর। পরে গত দুই বছরে নকল গয়নার জন্যই ভারতীয় মুদ্রায় ছয় কোটি রুপি গৌরবকে দেন তিনি। 

পুলিশ জানিয়েছে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই পালিয়েছেন গৌরব ও তাঁর বাবা রাজেন্দ্র সনি। তবে তাঁদের খুঁজে বের করার অভিযান অব্যাহত আছে। প্রতারক বাবা-ছেলেকে ধরার জন্য একটি স্পেশাল বাহিনীও গঠন করা হয়েছে।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন