খাদ্যে বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি ৮০ ক্যাডেট, সেনা কর্মকর্তাকে স্থানীয়দের মারধর

অনলাইন ডেস্ক    

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ১০: ৪৯
কেরালায় সেই কর্নেলের গলা চেপে ধরে মারধর করে স্থানীয় অভিযুক্তরা। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় এক প্রশিক্ষণ শিবিরে ন্যাশনাল ক্যাডেট কর্পসের (এনসিসি) ৮০ জনেরও বেশি সদস্য সন্দেহভাজন খাদ্যে বিষক্রিয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ঘটনার পর স্থানীয় এক কাউন্সিল ও বামপন্থী দলের এক নেতা শিবিরের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে পিটিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এই ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে। ভিডিও থেকে দেখা গেছে—দুই ব্যক্তি, যাদের একজন স্থানীয় কাউন্সিলর এবং একজন বামপন্থী দলের এক নেতা শিবিরের ভেতর এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার ওপর হামলা চালাচ্ছেন।

গত ২৩ ডিসেম্বর ২১-কেরালা ব্যাটালিয়নের এনসিসির ৮০ জনেরও বেশি ক্যাডেট খাদ্যে বিষক্রিয়ার শিকার হয়ে কেরালার থ্রিক্কাকারার কেএমএম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এই অভিযোগের পর ওই দুই ব্যক্তি এবং আরও কয়েকজন মিলে শিবিরে ঢুকে এনসিসি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল কারনাইল সিংয়ের ওপর হামলা চালায়।

ভিডিওতে দেখা যায়, লেফটেন্যান্ট কর্নেলকে দেওয়ালের সঙ্গে ধাক্কা ঠেসে ধরে এক ব্যক্তি তাঁর গলা চেপে ধরন। যে ব্যক্তি কর্নেলকে দেয়ালের সঙ্গে ঠেসে ধরেছিলেন তাঁকে এক হাতে সরিয়ে দেন তিনি। এ পর্যায়ে নীল টি-শার্ট পরিহিত এক ব্যক্তি একটি অস্ত্র বের করে—যা সম্ভবত ছুরি—শিবিরের ভেতরেই ওই কর্মকর্তাকে হুমকি দেন।

পরে ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা হামলাকারীদের একজনকে সরিয়ে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। লেফটেন্যান্ট কর্নেল সিং তাঁর গলা ও পিঠে আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

ক্যাডেটরা ডিনারের পরে সন্ধ্যার দিকে জানান, তারা অসুস্থ বোধ করছেন। এর পরপরই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এনসিসি কর্তৃপক্ষ বলেছে, ‘ক্যাডেটদের প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরে মেডিকেল কলেজে। পরে আরও ৪৭ জন ক্যাডেট একই ধরনের উপসর্গ নিয়ে মেডিকেল কলেজে যান, যেখানে তাদের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত শিবিরে ফেরত পাঠানো হয়।’

উল্লেখ্য, শিবিরে মোট ৫১৩ জন ক্যাডেট (২৮৩ জন পুরুষ ও ২৩৫ জন নারী) অংশ নেন। এনসিসির অতিরিক্ত মহাপরিচালক খাদ্যে বিষক্রিয়ার ঘটনার বিষয়ে একজন ব্রিগেডিয়ারের নেতৃত্বে একটি তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশের ৯০ জেলেকে দিয়ে ৯৫ জনকে নেবে ভারত, বিনিময় আজ

পিতৃত্বের স্বীকৃতি এড়াতে যমজ কন্যাসহ প্রেমিকাকে হত্যা, ১৯ বছর পর গ্রেপ্তার অভিযুক্ত

জম্মু–কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি খাদে, ৪ ভারতীয় সেনা নিহত

নারী মডেল পরিচয়ে ৭০০ তরুণীর সঙ্গে বন্ধুত্ব, ব্ল্যাকমেল করতে গিয়ে ধরা দিল্লির যুবক