হোম > বিশ্ব > ভারত

বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ আরোহীর ১৩ জনই নিহত

ভারতের তামিলনাড়ুতে চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত করেছে দেশটির বিমানবাহিনী। হেলিকপ্টারে আরোহী ছিলেন ১৪ জন।  

আজ বুধবার বেলা ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরই তামিলনাড়ুর নীলগিরিতে বিধ্বস্ত হয়। ১৪ জনের মধ্যে ছিলেন, জেনারেল রাওয়াতের স্ত্রী, তাঁর প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো এবং বায়ুসেনার কর্মীরা। এই দুর্ঘটনায় একজন মাত্র ব্যক্তি বেঁচে আছেন। তাঁর শরীর পুড়ে গেছে। তাঁর চিকিৎসা চলছে। তবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এনডিটিভির খবরে এমনটাই জানানো হয়েছে।  

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুর ওয়েলিংটনে অবস্থিত একটি সেনা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিতে সেনা কর্মকর্তারা ওই হেলিকপ্টারে চড়েন। সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিধ্বস্ত হেলিকপ্টারে আগুন জ্বলতে দেখা যায়। এ ছাড়া সেখানে ধোঁয়ার কুণ্ডলীও ছড়িয়ে পড়েছে। 

হেলিকপ্টার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছে দেশটির বিমান বাহিনী। 

উল্লেখ্য, সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ২০১৯ সালের জানুয়ারিতে ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধানের দায়িত্ব নেন।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি