হোম > বিশ্ব > ভারত

বিক্ষোভের মুখে ইন্টারনেট বন্ধ এবার ভারতীয় শহরে

অনলাইন ডেস্ক

সম্প্রতি দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানি জেলার বাদলাপুর। আজ বুধবারও সেখানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বাদলাপুরের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, দুই কিন্ডারগার্টেন শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে চলমান বিক্ষোভে ব্যাপক সহিংসতা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তা। 

মঙ্গলবার বিক্ষোভ চলার সময় বাদলাপুরের রেল স্টেশন ও অন্যান্য অংশে পাথর নিক্ষেপের ঘটনায় কমপক্ষে ১৭ জন সিটি পুলিশ সদস্য এবং অন্তত ৮ জন রেল পুলিশ আহত হয়েছেন। 

আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য বাদলাপুরজুড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বুধবার শহরের পরিস্থিতি থমথমে অবস্থায় আছে। 

মঙ্গলবার হাজার হাজার বিক্ষোভকারী স্টেশন অবরোধ এবং একটি স্কুল ভবনে হামলা করলে পুরো বদলাপুর কার্যত স্থবির হয়ে পড়ে। যে স্কুল ভবনে হামলা করা হয় সেখানেই গত সপ্তাহে ২ শিশুকে যৌন নির্যাতন করেছেন ওই স্কুলেরই ঝাড়ুদার—এমন অভিযোগ রয়েছে। 

বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ঢিল ছুড়ে এবং স্কুল ভবন ভাঙচুর করে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এবং ট্রেন চলাচলের জন্য ট্র্যাক পরিষ্কার করতে লাঠি চার্জ করে পুলিশ। পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

কিন্ডারগার্টেনের দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গত ১৭ আগস্ট পুলিশ ওই স্কুলের এক পরিচারিকাকে গ্রেপ্তার করে। ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুলের অধ্যক্ষ, এক শিক্ষক ও এক পরিচারিকাকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন