হোম > বিশ্ব > ভারত

জম্মু-কাশ্মীরে দুই ভারতীয় সেনাসহ চারজন নিহত

জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনারা। ছবি: সংগৃহীত

জম্মু ও কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় দুই ভারতীয় সেনা ও দুজন বন্দর কর্মী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কাশ্মীরের বারামুল্লাহতে এ ঘটনা ঘটে। এ ছাড়া এই হামলায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

ভারতীয় সেনাবাহিনী চিনার কর্পস মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছে বারমুল্লায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সেনাদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বন্দুকধারীরা প্রথমে সেনাদের একটি গাড়িতে হামলা চালায়। এর কয়েক ঘণ্টা আগে সেখানে এক শ্রমিককে গুলি করে হত্যার ঘটনা ঘটে। পরবর্তীতে ওই শ্রমিকের নাম প্রিতম সিং বলে জানা যায়। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা।

গত ৭২ ঘণ্টার মধ্যে ভারতীয় সেনাদের গাড়ি লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটেছে।

এর তিন দিন আগে কাশ্মীরে ছয় নির্মাণ শ্রমিক ও এক চিকিৎসককে গুলি করে হত্যা করা হয়। এর মধ্যে দুই হামলাকারী একটি নির্মাণাধীন টানেলের ক্যাম্পে গিয়ে হামলা চালায়। সেখানে শ্রমিকেরা থেকে কাজ করেন।

তারা সবাই ভারতের অন্যান্য প্রদেশের বাসিন্দা। তারা মূলত সেখানে অর্থের বিনিময়ে কাজ করতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে কাশ্মীরের স্বাধীনতাপন্থীরা এসব হামলা চালাচ্ছে। যেন ভারতের অন্যান্য রাজ্য থেকে কেউ গিয়ে সেখানে কাজ না করতে পারে।

স্বাধীনতাকামী এসব সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। এতে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে থাকে। কিন্তু তা সত্ত্বেও তাদের কার্যক্রম বন্ধ করতে পারছে না ভারতের সেনাবাহিনী।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি