হোম > বিশ্ব > ভারত

অনলাইন জুয়ায় হেরে ভারতে একই পরিবারের ৩ জনের আত্মহত্যা

নিহত জোশ, জোবি ও জোবির স্ত্রী শর্মিলা। ছবি: সংগৃহীত

অনলাইন জুয়ায় বিপুল পরিমাণ অর্থ হারানোর পর ভারতের কর্ণাটকে মাইসুরু জেলায় একই পরিবারের তিনজন আত্মহত্যা করেছেন। সোমবার রাত ও আজ মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন জোশ অ্যান্টনি, তাঁর ভাই জোবি অ্যান্টনি এবং জোবির স্ত্রী শর্মিলা।

পুলিশ জানিয়েছে, জোবি অ্যান্টনি ও শর্মিলা আইপিএল ক্রিকেট ম্যাচ ও অনলাইনে বাজি ধরে প্রচুর অর্থ হারিয়েছিলেন। এর ফলে দেনাদারেরা পরিবারটির কাছে টাকা ফেরত চেয়ে বারবার চাপ দিচ্ছিলেন।

এই অবস্থায় প্রচণ্ড মানসিক চাপে পড়ে সোমবার রাতে প্রথমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জোশ অ্যান্টনি। মৃত্যুর আগে তিনি একটি ভিডিও রেকর্ড করেন এবং এতে অভিযোগ করেন, তাঁর ভাই জোবি ও ভাইয়ের স্ত্রী শর্মিলা প্রতারণার মাধ্যমে তাঁদের বোনের নামে ঋণ নিয়েছিলেন।

ভিডিওতে জোশ বলেন, ‘আমার বোনের স্বামী নেই। অথচ জোবি ও তার স্ত্রী বোনের নামে ঋণ তুলে প্রতারণা করেছে। আমার মৃত্যুর জন্য জোবি ও শর্মিলা দায়ী। তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।’

জোশের মৃত্যুর খবর জানতে পেরে জোবি ও শর্মিলাও মঙ্গলবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, কর্ণাটক রাজ্যে বিজেপি সরকারের সময় অনলাইন জুয়া ও বাজি নিষিদ্ধ করতে কর্ণাটক পুলিশ (সংশোধনী) আইন প্রণয়ন করা হয়েছিল। তবে ২০২২ সালে হাইকোর্ট আইনটি বাতিল করেন।

এর আগে, রাজ্যটির সাবেক স্পিকার ও কংগ্রেস নেতা রমেশ কুমার বিধানসভা অধিবেশনে ক্রমবর্ধমান বাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি