হোম > বিশ্ব > ভারত

বাইক চালাচ্ছেন হাতকড়া পরা আসামি, পেছনে বসা পুলিশ কনস্টেবল

অনলাইন ডেস্ক

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মজা করছেন নেটিজেনরা। ছবি: স্ক্রিনশট

রীতিমতো বলিউড সিনেমার দৃশ্য! হাতকড়া পরা আসামি চালাচ্ছেন মোটরসাইকেল, আর পেছনেই বসে আছেন পুলিশ কনস্টেবল!

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মেনপুরির একটি রাস্তায় এমন দৃশ্য দেখা গেছে। এই অদ্ভুত দৃশ্যটি মোবাইল ক্যামেরায় ধারণ করেছেন একজন প্রাইভেটকার যাত্রী। এক্সে শেয়ার করার পরপরই সেটি ভাইরাল হয়েছে।

অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে, আসামি মোটরবাইকের চালকের সিটে বসে আছেন হেলমেট ছাড়াই। আর পেছনে বসে আছেন পুলিশ কনস্টেবল। তিনি অবশ্য হেলমেট পরিহিত ছিলেন। দুজনকে মেনপুরির রাস্তায় দেখা গেছে। একটি লম্বা দড়ি চালকের হাত থেকে পেছনে বসা কনস্টেবলের হাতে বাঁধা দেখা যায়।

দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ কনস্টেবল নাকি ঠাণ্ডায় মোটরসাইকেল চালাতে পারছিলেন না। এ কারণে আসামিকে চালানোর দায়িত্ব দেন। পাশ দিয়ে যাওয়ার সময় এক প্রাইভেটকারের আরোহী এই দৃশ্যের ভিডিও ধারণ করেন।

ভিডিওটির শুরুতে একটি বাইক রাস্তা দিয়ে যেতে দেখা যায়, যেখানে একটি দড়ি চালকের হাত থেকে পেছনের সিটে থাকা কনস্টেবলের হাতে বাঁধা অবস্থায় ঝুলছে। গাড়িটি বাইকের কাছে আসার সঙ্গে সঙ্গে বোঝা যায় যে, চালক হাতকড়া পরিহিত এবং কনস্টেবল তাঁকে বাইক চালানোর দায়িত্ব দিয়েছেন।

অভিযুক্তের পরিচয় এখনো অজানা। মেনপুরি পুলিশ ঘটনাটি স্বীকার করেছে এবং এক্স–এ এ বিষয়ে বক্তব্য দিয়েছে। পুলিশের পক্ষ থেকে হিন্দিতে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘এ বিষয়ে তদন্ত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দেশ দেওয়া হয়েছে।’

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

মহাকুম্ভ মেলায় ভাইরাল কে এই ‘সুন্দর সাধ্বী’

মধ্যপ্রদেশে বিয়ে নিয়ে দ্বন্দ্বে মেয়েকে গুলি করে মারলেন বাবা

সেকশন