ভারতে কোভিড-সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হচ্ছে। ৩১ মার্চের পর আর কোনো বিধিনিষেধ থাকবে না। নতুন করে আর বিধিনিষেধ জারি হচ্ছে না জানিয়ে রাজ্যগুলোকে চিঠি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।
করোনাসংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হলেও মাস্ক পরা ও সামাজিক দূরত্ববিধি মেনে চলার নিয়ম অবশ্য থাকবে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকা মেনে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে।
স্বরাষ্ট্রসচিবের চিঠিতে আরও বলা হয়েছে, ভারতে কোভিড পরিস্থিতির অনেকখানিই উন্নতি হয়েছে। তা ছাড়া গত দুই বছরে পরিকাঠামোরও উন্নতি হয়েছে ঢের। দেশটির সরকারের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৭৯ কোটি মানুষ কোভিডের পূর্ণাঙ্গ ডোজ টিকা পেয়েছে।
নতুন করে বিধিনিষেধ আর জারি না হওয়ার কারণে আগামী ১ এপ্রিল থেকে ভারতে কোভিড বিধিনিষেধ থাকছে না।