Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

চলতি মাসেই ভারতে পাওয়া যাবে স্পুটনিক ৫

অনলাইন ডেস্ক

চলতি মাসেই ভারতে পাওয়া যাবে স্পুটনিক ৫

ভারতে জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের চূড়ান্ত ধাপে রয়েছে রাশিয়ার কোভিড ভ্যাকসিন স্পুটনিক ৫। চলতি এপ্রিল মাসের মধ্যেই সীমিত আকারে এদেশে ভ্যাকসিনটি পাওয়া যেতে পারে।

ওষুধ প্রস্তুতকারী সংস্থা ডক্টর রেড্ডি’স ল্যাবের মাধ্যমে এটি ভারতের বাজারে আসবে। অনুমোদন পেলে ভারতের পাঁচটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি বছরে ৮৫ কোটি ডোজ স্পুটনিক ৫ উৎপাদন করবে।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

এ নিয়ে আরডিআইএফ-এর নির্বাহী কর্মকর্তা কিরিল দিমিত্রিভ এনডিটিভিকে বলেন, আমরা বিশ্বাস করি, এপ্রিলের শেষনাগাদ ভ্যাকসিনের প্রথম ডোজ পাওয়া যাবে। মের শুরুতেও পাওয়া যেতে পারে। তবে মে মাসে ভারতে পাওয়া যাবে এটা নিশ্চিত।

কিরিল আরও বলেন, আপনারা জানেন যে ভারতে আমরা পাঁচটি বড় উৎপাদক পেয়েছি যারা এই ভ্যাকসিন প্রস্তুত করবে। তবে পুরোদস্তুর ভ্যাকসিন পাওয়ার জন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে। আমাদের বিশ্বাস জুনের মধ্যে আমরা ভালো উৎপাদনে যেতে পারবো।

একটি বিবৃতিতে আরডিআইএফ-এর পক্ষ থেকে বলা হয়, ভারত সবচেয়ে জনবহুল দেশ, যেখানে রুশ ভ্যাকসিন অনুমোদন পেতে যাচ্ছে। এরই মধ্যে বিশ্বের ৬০টি দেশের ৩০০ কোটি মানুষের জন্য ভ্যাকসিনটির অনুমোদন দেওয়া হয়েছে। সে হিসাবে বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ ভ্যাকসিনটি পাবে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভ্যাকসিন প্রস্তুত করার জন্য ভারতের পাঁচটি  ওষুধ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তি করেছে আরডিআইএফ। কোম্পানিগুলো হলো- গ্ল্যান্ড ফার্মা, হেটেরো বায়োফার্মা, প্যানাসিয়া বায়োটেক, স্টেলিস বায়োফার্মা এবং ভার্চো বায়োটেক। 

এর আগে গতকাল সোমবার রাশিয়ার তৈরি স্পুটনিক ফাইভ ভ্যাকসিনকে আপৎকালীন ব্যবহারের জন্য অনুমোদনের সুপারিশ করে ভারতের বিশেষজ্ঞ কমিটি।

সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পর এ নিয়ে তৃতীয় কোভিড ভ্যাকসিন ভারতে অনুমোদন পেতে যাচ্ছে।

বাংলাদেশি পর্যটক ছাড়া প্রথম রমজান কলকাতার মিনি বাংলায়, বিক্রি নেমেছে অর্ধেকে

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত, বাংলাদেশও ব্যতিক্রম নয়: রাজনাথ সিং

ভারতে দলবদ্ধ ধর্ষণের শিকার ইসরায়েলি নারীসহ ২ জন

উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়াতে বাংলাদেশে ট্রানজিট চায় মেঘালয় সরকার

ছাদ থেকে লাফিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার ‘আত্মহত্যা’

ভারতে হোয়াটসঅ্যাপে আগ্নেয়াস্ত্রের রমরমা ব্যবসা, নির্বিকার মেটা

উলফা নেতা পরেশ বড়ুয়া এখন চীনে: ভারতীয় গণমাধ্যমের খবর

‘বাংলাদেশি’ ধরতে পুলিশের ঘন ঘন তল্লাশি, অতিষ্ঠ দিল্লির বস্তিবাসী

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা