হোম > বিশ্ব > ভারত

চীনের মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১৮ 

অনলাইন ডেস্ক

ঢাকা: চীনের একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই শিশু। আজ শুক্রবার ভোরে দেশটির হেনান প্রদেশে ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের প্রধানকে আটক করেছে পুলিশ। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের হেনান প্রদেশের ঝেচেং কাউন্টির সরকার ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভোররাত ৩টার দিকে স্থানীয় একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ জন আহত হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।  

অগ্নিকাণ্ডে আহত হাসপাতালে ভর্তি এক শিশুর বাবা ঝংহং বলেন, ``আমার সন্তানের বয়স ৯ বছর। আমি তার বর্তমান অবস্থা সম্পর্কে কিছুই জানতে পারছি না।' 

অগ্নিকাণ্ডের সময় মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে থাকা আরেক শিশুর বাবা বলেন, `খুবই সৌভাগ্যজনকভাবে অগ্নিকাণ্ড থেকে আমার ছেলে বাঁচতে সক্ষম হয়েছে। আগুন লাগার কারণ সম্পর্কে আমি নির্দিষ্ট কিছু জানি না।'

রয়টার্স বলছে, চীনে অগ্নিকাণ্ডের কারণে হতাহতের ঘটনা প্রায়শই ঘটে থাকে। দেশটির বিদ্যমান ভবনগুলোতে সামঞ্জস্যহীন নিরাপত্তা প্রটোকল এবং মানহীন নির্মাণ কর্মকাণ্ডের কারণেই দুর্ঘটনা ঘটে থাকে। 

এর আগে ২০০০ সালে চীনের লউয়াং শহরে ক্রিস্টমাস ডের অনুষ্ঠানে নাইট ক্লাবে আগুন লেগে ৩০৯ জন নিহত হয়েছিলেন।

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

সেকশন