হোম > বিশ্ব > ভারত

অক্সিজেন সঙ্কট: অন্ধ্র প্রদেশে ১১ করোনা রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক

ঢাকা: ভারতের অন্ধ্র প্রদেশের তিরুপাতির একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে(আইসিইউ) অক্সিজেন সঙ্কটে ১১ জন করোনা রোগী মারা গেছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে প্রায় ৪৫ মিনিটি ধরে হাসপাতালটিতে অক্সিজেন ছিল না।

জানা গেছে, অন্ধ্রপ্রদেশের ওই হাসপাতালটিতে এক হাজার করোনা রোগী ভর্তি রয়েছে। যাদের মধ্যে ৭০০ জনই নিবিড় পরিচর্যা ইউনিটে(আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে চিত্তুর জেলা কালেক্টর এম হরি নারায়ণন বলেন, সিলিন্ডারগুলো পুনরায় লোড করতে পাঁচ মিনিটের ব্যবধান ছিল । এই কারণে অক্সিজেনের সরবরাহে ব্যাঘাত ঘটে।

তিনি আরও বলেন, পাঁচ মিনিট পরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই সময় মেডিক্যাল স্টাফরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। তামিল নাড়ুতে অক্সিজেন ট্যাঙ্কার পৌঁছানো দেরি হওয়ায় এই সঙ্কট দেখা দিয়েছিল।

অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। এর আগে গত রোববারও অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদের একটি হাসপাতালে দুই ঘণ্টা অক্সিজেন সরবরাহ না থাকায় সাতজন করোনা রোগীর মৃত্যু হয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ৬৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন দুই লাখ ৫০ হাজার ২৫ জন।

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

সেকশন