Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

বিহারে আস্থা ভোটের আগে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা 

অনলাইন ডেস্ক

বিহারে আস্থা ভোটের আগে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা 

বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নিতীশ কুমার। এ নিয়ে অষ্টমবারের মতোর বিহারের মুখ্যমন্ত্রী হলেন তিনি। মসৃণভাবে সরকার চালাতে হলে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। রাজ্য বিধানসভায় প্রমাণ করতে হবে, তাঁর জোট সংখ্যাগরিষ্ঠ। তবে, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন নিতীশের সাবেক জোট শরিক বিজেপি থেকে নির্বাচিত বিধানসভার স্পিকার। আর তাঁকে সরাতেই আস্থা ভোটের ডাক দিয়েছেন নিতীশ। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইনত, রাজ্যের গভর্নরই বিধানসভার অধিবেশন আহ্বান করে থাকেন। তবে, গভর্নর রাজ্যের সরকারের পরামর্শ অনুসারেই এই অধিবেশন আহ্বান করেন। আর এখানেই চাতুর্যের পরিচয় দিয়েছেন মুখ্যমন্ত্রী নিতীশ। রাজ্য বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে আগামী ২৪ আগস্ট। আর নিতীশের জোটের আস্থা ভোট ২৫ আগস্ট। তবে তার আগেই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে স্পিকারের বিরুদ্ধে। 

এরই মধ্যে, নিতীশ–তেজস্বী নেতৃত্বাধীন মহাগাঠবন্ধন বা মহাজোটের ৫ বিধায়ক রাজ্য বিধানসভার স্পিকার বিজেপি থেকে নির্বাচিত বিজয় কুমার সিনহার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। রাজ্যের আইন অনুসারে, প্রস্তাব দাখিলের পর পরবর্তী দুই সপ্তাহের মধ্যেই তা আলোচনার জন্য উত্থাপন করা হবে। ফলে, খুব সহজ হিসাবে আগামী ২৪ আগস্টের আগেই বিজয় কুমারকে স্পিকার পদ থেকে সরানো সম্ভব হবে। 

বিহারের বিধানসভায় মোট ২৪৩টি আসন রয়েছে। যার মধ্যে, নিতীশ–তেজস্বীর নেতৃত্বাধীন মহাজোটের দখলে রয়েছে ১৬৪টি আসন। যদিও এই আসনসংখ্যা নিশ্চিতভাবেই নিতীশের সরকারকে টিকিয়ে দেবে। কিন্তু তারপরও পূর্ব সতর্কতার অংশ হিসেবেই স্পিকারের বিরুদ্ধে আনা হয়েছে অনাস্থা প্রস্তাব। 

এদিকে, বিজেপির একটি সূত্র জানিয়েছে—২৪ আগস্ট অধিবেশনের প্রথম দিনেই অনাস্থা ভোটের মাধ্যমে হেরে সরে যাওয়ার আগেই স্পিকারের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন বিজয় কুমার সিনহা।

কী আছে সিন্ধু লিপিতে, অর্থ উদ্ধারে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি