হোম > বিশ্ব > ভারত

কেজরিওয়ালকে নিয়ে চিন্তিত বিজেপি, দাবি সিসোদিয়ার

কলকাতা প্রতিনিধি

ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে উদ্বিগ্ন। তাঁকে নিয়ে চিন্তিত। এমনই মন্তব্য করেছেন দলটির নেতা এবং দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। স্থানীয় সময় আজ শনিবার আম আদমি পার্টি এই নেতা এমন মন্তব্য করেন। 

নিজ বাড়িতে ভারতীয় গোয়েন্দা সংস্থার তল্লাশি অভিযানকে গুরুত্ব দিতে নারাজ দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। এমনকি আবগারি কেলেঙ্কারির অভিযোগে টানা ১৫ ঘণ্টার তল্লাশিকেও পাত্তা দিতে নারাজ তিনি। তাঁর সাফ কথা, ‘তাঁরা (বিজেপি) আবগারি জালিয়াতি নিয়ে চিন্তিত নয়, তাঁরা চিন্তিত অরবিন্দ কেজরিওয়াল নিয়ে।’ কারণ হিসেবে তিনি বলেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি) আগামী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তাই ভয় পাচ্ছে বিজেপি।’ 

এর আগে, সিসোদিয়ার বাসভবনসহ ৩১টি জায়গায় তল্লাশি, কম্পিউটার ও ফোন বাজেয়াপ্তকরণ প্রসঙ্গে কেজরিওয়াল বলেছেন, ‘অতীতে অনেক তল্লাশি ও অভিযান হয়েছে। কিছুই বের হয়নি। এবারও কিছুই বের হবে না।’ 

দিল্লি সরকারের নতুন আবগারি নীতির পেছনে রয়েছে ব্যাপক টাকা লেনদেনের অভিযোগ। তাই দিল্লির ডেপুটি গভর্নর ভিকে সাক্সেনা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে নেমে ১১ পাতার প্রাথমিক অভিযোগ বা এফআইআর দায়ের করা হয় সিবিআইয়ের পক্ষ থেকে। তাতে সিসোদিয়াসহ ১৫ জনের নাম রয়েছে। সিবিআইয়ের অভিযোগ, ১ কোটি টাকার বিনিময়ে মদের লাইসেন্স দেওয়া হয়। আর এই অভিযোগের সূত্র ধরে শুরু হয় তল্লাশি। দিল্লির গভর্নর শনিবার ১২ জন উচ্চপদস্থ আমলাকে বদলি করেন। 

এদিকে, বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে অপব্যবহারের অভিযোগে সরব বিরোধী দলগুলো। সাবেক মন্ত্রী ও আইনজীবী কপিল সিবালের মতে, ‘সিবিআই ও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এখন সরকারের সবচেয়ে অস্ত্র হিসেবে কাজ করছে।’ তবে বিজেপি নেতাদের পাল্টা দাবি, কেন্দ্রীয় সংস্থা নিরপেক্ষভাবেই দুর্নীতি দমনে সচেষ্ট। এই নিয়ে রাজনৈতিক চাপান-উতোর চলছে। 

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন