Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

৭ লাখ রুপির অ্যাম্বুলেন্স ২১ লাখে কিনে ফেলে রাখা হয়েছে

অনলাইন ডেস্ক

৭ লাখ রুপির অ্যাম্বুলেন্স ২১ লাখে কিনে ফেলে রাখা হয়েছে

ঢাকা: সাত লাখ রুপির অ্যাম্বুলেন্স ২১ লাখ রুপি দিয়ে কিনে ব্যবহার করছে না ভারতের বিহার রাজ্য সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পর গত বছর বিহারের সিওয়ান জেলায় সাতটি অ্যাম্বুলেন্স কেনা হয়। প্রত্যেকটি অ্যাম্বুলেন্সের দাম সাত লাখ রুপি হলেও দাম দেখানো হয়েছে ২১ লাখ রুপি করে। ভারতে সরকারের জন্য পাঁচ লাখ রুপির বেশি দামে কোনো জিনিস ক্রয় করতে গেলে গভর্নমেন্ট ই মার্কেটপ্লেসে ক্রয় করতে হয়। এই অ্যাম্বুলেন্সগুলোর ক্ষেত্রে সেই প্রক্রিয়াও মানা হয়নি।

সাতটি অ্যাম্বুলেন্সগুলোর মধ্যে পাঁচটি আবার বিহারের মুখ্যমন্ত্রী আঞ্চলিক উন্নয়ন ফান্ড থেকে কেনা হয়েছে।

জানা গেছে, ভেন্টিলেটর, সিট বিভাজন এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জামের মতো বিভিন্ন আপগ্রেডেশনের পরে অ্যাম্বুলেন্সের দাম বেড়েছে। তবে ওই যন্ত্রপাতিগুলো টেন্ডার ডেকে উচ্চমূল্যে কেনা হয়েছে।

এ নিয়ে সিওয়ান জেলার ম্যাজিস্ট্রেট অমিত পাণ্ডে বলেন, এই ঘটনার তদন্ত করা হচ্ছে।

ভিডিওতে দেখা গেছে, অ্যাম্বুলেন্সগুলোতে কোনো আঘাতের চিহ্ন নেই। সেগুলো সাংসদ এবং বিধায়কের নাম লেখে পার্কিং করে রাখা হয়েছে।

বিহারের সাবেক মন্ত্রী বিক্রম কুনওয়ার এটি তদন্ত করার জন্য আহ্বান জানিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারকে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে বেশি দাম কীভাবে রাখা হয়েছে তা নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন বিক্রম কুনওয়ার।

বিক্রম কুনওয়ার চিঠিতে বলেন, ভারতের ই-কমার্স কোম্পানি ইন্ডিয়া মার্টে একটি ভেন্টিলেটরের দাম ৬০ হাজার রুপি। সেখানে বিহারের ওই অ্যাম্বুলেন্সগুলোর জন্য একটি ভেন্টিলেটর ৩ লাখ ৪১ হাজার রুপি করে কেনা হয়েছে। এ ছাড়া মেডিকেল যন্ত্রপাতির দাম ৩১ হাজার রুপি হলেও সেগুলো ১ লাখ ১৮ হাজার রুপিতে কেনা হয়েছে।

গত বছর করোনা সংকটে বিহারে অ্যাম্বুলেন্স সংকট দেখা গিয়েছিল। এরপরেও এই অ্যাম্বুলেন্সগুলো ফেলে রাখা স্থানীয় প্রশাসনকে প্রশ্নের মুখে ফেলেছে। এ নিয়ে সেখানে রাজনৈতিক কোন্দল দেখা দিয়েছে।

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি

কী আছে সিন্ধু লিপিতে, অর্থ উদ্ধারে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু