হোম > বিশ্ব > ভারত

ড্রেনের পানিতে ধোয়া হচ্ছে ধনেপাতা, বিপাকে সবজি বিক্রেতা

ড্রেনের পানিতে ধুয়ে ধনেপাতা বিক্রি করেছিলেন সবজি বিক্রেতা। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে। ওই সবজি বিক্রেতা ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের বাসিন্দা। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ওই সবজি বিক্রেতার ড্রেনের পানিতে ধনেপাতা ধোয়ার ভিডিও ভাইরাল হয়। যিনি ভিডিওটি করেছেন তাঁকেও বলতে শোনা যায়, এই ভিডিও দেখলে তাঁর থেকে কেউ সবজি কিনবেন না। সে কথা শুনেও তা আমলে নেননি ওই সবজি বিক্রেতা। দিব্যি ড্রেনের পানিতে সবজি ধুতে থাকেন তিনি। 

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরই সেটি ভাইরাল হয়ে যায়। আর সেটাই কাল হয়ে দাঁড়ায়। একজন টুইটারে সেই ভিডিওটিতে ট্যাগ করে দেন ভোপালের জেলা প্রশাসক অবনীশ লাভানিয়াকে। এরপরই অবনীশ স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন বিষয়টির দিকে নজর দিতে। শেষ পর্যন্ত প্রশাসনের তৎপরতায় চিহ্নিত করা যায় ওই ব্যক্তিকে। তাঁর ফোন নম্বরও পাওয়া যায়। কিন্তু ফোন করে দেখা যায় সেটি বন্ধ রয়েছে। 

এদিকে এই ঘটনায় ভারতের খাদ্য দপ্তরের পক্ষ একটি এফআইআর দায়ের হয় স্থানীয় থানায়। তদন্তে নেমে পুলিশ শনাক্ত করে ফেলে অভিযুক্তকে। জানা যায়, তাঁর নাম ধর্মেন্দ্র। কিন্তু তাঁর বাড়িতে পুলিশ গিয়ে দেখে, বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন তিনি। পুলিশের আশা, খুব দ্রুত তাঁকে গ্রেপ্তার করা হবে। 

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি