হোম > বিশ্ব > ভারত

‘আপনি মহিলা...কিছু জানেন না’, নারী বিধায়ককে বিহারের মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার মেজাজ হারিয়ে বিধানসভার এক নারী সদস্যকে তুচ্ছ–তাচ্ছিল্য করেছেন। নারী হওয়ার কারণে তাঁর যোগ্যতা নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন। গতকাল বুধবার বিহারের বিধানসভার অধিবেশনে বিরোধী রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) বিধায়ক রেখা দেবীকে নারী বলে তুচ্ছ–তাচ্ছিল্য করেন নিতীশ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিহারের মুখ্যমন্ত্রী গতকাল বুধবার বিধানসভায় রাজ্যের কোটা সংরক্ষণ ব্যবস্থা নিয়ে আলোচনা করছিলেন। এ সময় তিনি বিধায়কদের আশ্বস্ত করেন যে, রাজ্যে ৬৫ শতাংশ কোটা বাস্তবায়নে তাঁর সরকার কাজ করে যাচ্ছে। পাটনা হাইকোর্ট এই পরিমাণ কোটা বাস্তবায়ন না করা পক্ষে মত দিলেও বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিহার সরকার।

গতকাল বুধবার অধিবেশনের সময় বিরোধী দল আরজেডি, কংগ্রেস ও বাম দলগুলো হৈ হল্লা শুরু করে কোটার বিষয়টি নিয়ে। তাদের অভিযোগ, সরকার কোটা ব্যবস্থা বাস্তবায়ন করছে না। সরকার বিশেষ ক্যাটাগরি ব্যবস্থা ও সংবিধানে বর্ণিত নবম তফসিলে এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি।

জবাবে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, ‘পাটনা হাইকোর্ট কোটা বৃদ্ধির বিষয়টি বাতিল করেছেন কিন্তু আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি।’ তিনি এ সময় আরও বলেন, ‘বিহার সরকার কেন্দ্র সরকারকে সংবিধানের নবম তফসিলে বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য বলেছি।’ কিন্তু মুখ্যমন্ত্রীর এই নিশ্চয়তার পরও বিরোধী বিধায়কেরা হৈ হল্লা করতে থাকেন।

এই পর্যায়ে মুখ্যমন্ত্রী নিতীশ কুমার মসৌরির বিধায়ক রেখা দেবীর প্রতি আঙুল তাক করে বলেন, ‘আপনি একজন মহিলা, আপনি বুঝবেন না। এই লোকেরা নারীর অগ্রগতি হতে দিচ্ছে না। আপনি একজন মহিলা, আপনি আসলে কিছুই জানেন না।’

নিতীশ কুমার এ সময় রেখা দেবীর প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘আরজেডির শাসনামলে কি নারীদের কথা বলার অনুমতি ছিল? আরজেডি সরকার কি নারী ক্ষমতায়ন করেছে? আমিই ২০০৫ সালের পর নারীদের এগিয়ে নিয়েছি। আজ আপনি ফালতু কথা বলছেন। আমি যা বলি, তা ভালো করে শোনেন।’

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন