হোম > বিশ্ব > ভারত

মহারাষ্ট্রে করোনার ডেলটা প্লাস ধরনে আক্রান্ত ৪৫ জন শনাক্ত

করোনার ডেলটা ধরনের চোখ রাঙানিতেই গোটা বিশ্ব নাজেহাল। এর মধ্যে নতুন করে হাজির হয়েছে ডেলটা প্লাস। এরই মধ্যে ভারতের মহারাষ্ট্রের এই ধরনে আক্রান্ত ৪৫ জন শনাক্ত হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দেশটির মহারাষ্ট্র রাজ্যে গতকাল রোববার পর্যন্ত ৪৫ জন ডেলটা প্লাস ধরনে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। রাজ্যটির জালগাঁও জেলায় সর্বোচ্চ ১৩ জন শনাক্ত হয়েছে। এ ছাড়া রত্নগিরিতে ১১, মুম্বাইয়ে ৬, থানে ৫ ও পুনেতে ৩ জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে রাজ্যটির স্বাস্থ্য বিভাগ। 

রাজ্যটির স্বাস্থ্য বিভাগ বলছে, করোনার এই ধরনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ রেকর্ড হয়েছে জালগাঁও জেলায়। সংগৃহীত নমুনাগুলোর জিনোম সিকোয়েন্সিংয়ের পর এর ৮০ শতাংশই ডেলটা প্লাস ধরন বলে নিশ্চিত হওয়া গেছে। 

করোনার ডেলটা ধরন মহারাষ্ট্রকে বেশ ভুগিয়েছে। এর মধ্যেই এবার ডেলটা প্লাস ধরন শঙ্কা তৈরি করেছে নতুন করে। 

এ বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, কোভিড এখনো এখানেই আছে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ বিদায় নিলেও করোনা এখনো পুরোপুরি দূর হয়নি। সবাইকে অবশ্যই কোভিড সতর্কতা মেনে চলতে হবে। তিনি বলেন, এই ভাইরাস প্রতিনিয়ত নিজের রূপ বদলাচ্ছে। এর মধ্যে ডেলটা ধরন খুব দ্রুত ছড়ায়। 

মহারাষ্ট্রের পুনে, আহমেদনগর, সোলাপুর, সাংলি, সাতারা, রত্নগিরিসহ কয়েকটি জেলা ডেলটা প্লাসের ঝুঁকির মুখে রয়েছে উল্লেখ করে উদ্ধব ঠাকরে বলেন, এই জেলাগুলোর প্রশাসনের দায়িত্ব তাই অনেক বেশি। 

প্রসঙ্গত, গতকাল রোববার ৫ হাজার ৫০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। নতুন মৃত্যু হয়েছে ১৫১ জনের। এই নিয়ে রাজ্যটিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৬৩ লাখ ৫৩ হাজার ৩২৮–এ। আর মৃতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৩ হাজার ৯৯৬–এ। 

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি